EntertainmentTheatreTollywood

লেনিনমূর্তি ভগ্নপ্রায়, কীসের গল্প বলবে সৃজিতের ‘উইঙ্কল টুইঙ্কল’?

রবিঠাকুর বলেছিলেন, ‘কীসের শব্দে ঘুম ভেঙে গেল যেই/ দেখি কলিকাতা আছে কলিকাতাতেই’। কিন্তু তেমনটা যদি না হয়! যদি ঘুম ভেঙে আপনি দেখেন, আপনার পরিচিত শহরটা বদলে গিয়েছে আমূল? কী করবেন তখন?

নাটক থেকে সিনেমা হওয়ার বিষয়টা এখন বেশ ‘ট্রেন্ডিং’। এবার সেই তালিকায় যুক্ত হল আরো এক ছবির নাম। ব্রাত্য বসুর লেখা ‘উইঙ্কল টুইঙ্কল’ নাটক অবলম্বনে আসতে চলেছে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের নতুন ছবি ‘উইঙ্কল টুইঙ্কল’। সেই ছবির প্রথম পোস্টার মুক্তি পেল আজ। সেই পোস্টারে দেখা যাচ্ছে, লেনিনের ভগ্নমূর্তির সামনে বসে আছে দুই চরিত্র। একপাশে রয়েছে কাস্তে-হাতুড়ি-তারার চিহ্নও।
আমেরিকান লেখক ওয়াশিংটন আর্ভিংয়ের ছোটগল্প ‘Rip Van Winkle’ অবলম্বনে ব্রাত্য বসু লিখেছিলেন এই নাটকটি। আমেরিকান ছোটগল্পে, গল্পের নায়ক ঘুম থেকে উঠে নিজের পরিচিত চারপাশকে দেখেছিল সম্পূর্ণ অপরিচিতরূপে। আর ‘উইঙ্কল টুইঙ্কল’ নাটকে, পুলিশের খাতায় ফেরার সব্যসাচী, বছরকুড়ি পর কলকাতায় ফিরে নিজের শহরটাকে আবিষ্কার করে নতুনভাবে।
সব্যসাচী ও তার ছেলের সম্পূর্ণ বিপরীত রাজনৈতিক মতাদর্শ, তাদের দ্বন্দ্ব, সব্যসাচীর মেয়ের রাজনৈতিক ঔদাসীন্য, স্ত্রীর অতীত আঁকড়ে বাঁচার চেষ্টা – সবকিছুকেই স্পর্শ করেছিল এই নাটক। দেবেশ চট্টোপাধ্যায় নির্দেশিত এই নাটকে সব্যসাচীর চরিত্রে অভিনয় করেছিলেন দেবশঙ্কর হালদার। ছেলে ইন্দ্রর চরিত্রে অভিনয় করেছিলেন রজতাভ দত্ত। ছবিতে কোন চরিত্রে কে অভিনয় করতে চলেছেন, তা এখনো ‘অফিসিয়ালি’ জানা না গেলেও, বাতাসে উড়ছে অনেক খবরই।
শোনা যাচ্ছে, ঋত্বিক চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায়, অনসূয়া মজুমদার এবং অঙ্গনা রায়কে দেখা যেতে পারে চার মুখ্য চরিত্রে। চলতি বছরে তিন-তিনটে হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন সৃজিত। জানা গিয়েছে, ফ্রেন্ডস কমিউনিকেশন, মণিশঙ্কর বোস এবং অরবিন্দ কুমার নিবেদিত এই ছবির শ্যুটিংও শুরু হয়ে যাবে শীঘ্রই।

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts

Debasmita Biswas

বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।