Tollywood

Dev Khadaan Song: টাইমমেশিন করে পুরাতন অবতারে দেবের নাচ ফিরে এল বাংলা সিনেমায়

ছবির ঘোষণা থেকেই উন্মাদনা ছিল তুঙ্গে। হবে নাই বা কেন, যেই কারণে দেব সুপারস্টার তকমা পেয়েছিল টলিউডে সেই মশলা বাংলা সিনেমায় তার প্রত্যাবর্তন হতে চলেছে।তাই শুরুটা তো রাজার রাজার মতোই হতে হবেই। হ্যাঁ ঠিকই ভেবেছেন, অপেক্ষার অবসান। অবশেষে ‘রাজার রাজা’ হয়ে সকলের সামনে হাজির হলেন খাদানের নতুন গান নিয়ে বাংলা টলি সুপারস্টার দেব! ১২ই নভেম্বর ২০২৪ গানটি মুক্তি পেল। গানের শীর্ষক হলো ” রাজার রাজা”।

গানে দেখা গেছে বিশাল শিবমূর্তির সামনে হাতে আরতি নিয়ে সুপারস্টারের এন্ট্রি। দেবের পরনে সাদা কমলা শার্ট । আলাদাই একটা এনার্জি নিয়ে দেবের দুর্ধর্ষ নাচ দেব অনুগামীদের মন কারবে বলে আশা করা যায়।সোশ্যাল মিডিয়ায় দেব গানের প্রথম ঝলক পোস্ট করে লিখেছেন – “Chalo let’s go back to old school….. after almost 10 years will b dancing.Hope you get to see your dev this time”.

প্রায় ১০ বছর পর অভিনেতা এরম একটা গান নিয়ে ফিরছেন টলিউড জগতে যা অনুরাগীদের কাছে সত্যিই এক নতুন চমক। দেবের ঝলক প্রকাশ্যে আসার পরেই আনন্দে মেতেছেন অনুরাগীরা। অনেকেই অভিনন্দন জানিয়েছেন অভিনেতাকে। এই গানটির মিউজিক ডিরেক্টর হলেন স্যাভি গুপ্তা।

সুরিন্দর ফিল্মস এবং দেব এন্টারটেইনমেন্ট ভেনচারস প্রযোজিত ছবি খাদান মুক্তি পেতে চলেছে আগামী ২০ই ডিসেম্বর ২০২৪। ছবিটি পরিচালনা করেছেন সুজিত দত্ত (রিনো)।জন্মদিনের মাসেই অনুরাগীদের কাছে দেব নতুন ছবি নিয়ে হাজির হবেন।
একমাস আগে ৮ ই অক্টোবর ২০২৪ ই পুজোর মধ্যে দেবের টেক্কা ছবিটি মুক্তি পেয়েছিল যেটি পুজোর সিনেমা বাজারে দুর্ধর্ষ ব্যবসা করেছে ।

দেবের পাশাপাশি ছবিতে অভিনয় করতে দেখা যাবে যীশু সেনগুপ্ত, ইধিকা পাল, বরখা বিস্থ সহ আরো অনেকে। ছবিতে মূলত খাদান অঞ্চলের শ্রমিকদের জীবন সংগ্রামের কথা তুলে ধরা হয়েছে। ছবিটির টিজার মুক্তি পেয়েছিল গত ২৯শে আগষ্ট ২০২৪ এ।

ছবিতে শ্যাম এবং মোহনের বন্ধুত্বের মুহূর্ত চিত্রিত করা হয়েছে যা দেব ও যীশু সেনগুপ্তর দ্বারা অভিনীত।
এখন সব চোখ খাদানের দিকে।কারণ এই ছবির সাফল্যের ওপর নির্ভর করছে বাংলা বিনোদন মশলা ছবির ভবিষ্যৎ।

 

 

Author

  • Shreya Manna

    কলকাতা বিশ্ববিদ্যালয়ে থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতক ডিগ্রি অর্জিত। সাংবাদিকতার জগতে কাজ করার ইচ্ছে প্রবল ছিলো প্রথম থেকেই। অ্যাঙ্করিং, ফিল্ড রিপোর্টিং, ফটোগ্রাফি বিষয়ের অপর সাধারণ জ্ঞান আছে। সংবাদ জগতে বিনোদন বিভাগে কাজ করে থাকেন।

    View all posts Writer

Shreya Manna

কলকাতা বিশ্ববিদ্যালয়ে থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতক ডিগ্রি অর্জিত। সাংবাদিকতার জগতে কাজ করার ইচ্ছে প্রবল ছিলো প্রথম থেকেই। অ্যাঙ্করিং, ফিল্ড রিপোর্টিং, ফটোগ্রাফি বিষয়ের অপর সাধারণ জ্ঞান আছে। সংবাদ জগতে বিনোদন বিভাগে কাজ করে থাকেন।