Tollywood

Eskay Movies : একসাথে ১৮টি ছবি ঘোষণা করে টলিউড তোলপাড় করে দিল এসকে মুভিজ

গত ১১ই নভেম্বর ২০২৪ এ কলকাতার একটি পাঁচতারা হোটেলে এসকে মুভিস নিজেদের ১৮টি আসন্ন বাংলা সিনেমার পোস্টার এবং টিজার/ট্রেলার প্রদর্শন এবং মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে। যেটা এসকে মুভিস-র ম্যানেজিং ডিরেক্টর হিমাংশু ধানুকা, জনঘোষণা করেছিলেন। আসন্ন সিনেমা গুলির লাইন-আপ ড্রামা, রোমান্স, কমেডি, থ্রিলার, সাইকোলজিকাল হরর, ফ্যামিলি ড্রামা, গোয়েন্দা কথাসাহিত্য, সুপারনেচারাল ফ্যান্টাসি , রহস্য ইত্যাদির ওপর ভিত্তি করে।

May be an image of 2 people and text

এই ইভেন্টে দেখা যায় শ্রাবন্তী চ্যাটার্জী,শাকিব খান, জিতু কামাল, অঙ্কুশ হাজরা, ঐন্দ্রিলা সেন, সুদর্শনা, পরমব্রত চট্টোপাধ্যায়, পায়েল সরকার, অনির্বাণ চক্রবর্তী, ইশা সাহা, রজতাভ দত্ত সহ আরো অনেককে।
তারকারা তাদের আসন্ন সিনেমা নিয়ে ধারাবাহিক ভাবে মঞ্চে হাজির হয়েছিলেন।

আসন্ন সিনেমা গুলি হলো –

আমি আমার মত : এটি একটি ফ্যামিলি ড্রামা। এই সিনেমায় অভিনয় করতে দেখা যাবে রজতাভ দত্ত, শ্রাবন্তী চ্যাটার্জী এবং জিতু কামালকে।
এই সিনেমাটির পরিচালক হলেন কমলেশ্বর মুখোপাধ্যায় এবং সঙ্গীত পরিচালক অনুপম চ্যাটার্জী।

অপরিচিত: এটি একটি সাইকোলজিকাল থ্রিলার। এই সিনেমায় অভিনয় করতে দেখা যাবে ঋত্বিক চক্রবর্তী, ইশা সাহা এবং অনির্বাণ চক্রবর্তী কে।
এই সিনেমার পরিচালক হলেন জয়দীপ মুখার্জী এবং সঙ্গীত পরিচালক শুভম মৈত্র।

আপনজন: এটি একটি রোমান্টিক ড্রামা। এই সিনেমায় অভিনয় করতে দেখা যাবে জিতু কামাল এবং পায়েল সরকারকে।
এই সিনেমার পরিচালক হলেন আয়ুষ্মান প্রত্যুষ এবং সঙ্গীত পরিচালক দোলন-মৈনাক এবং প্রতীক কুন্ডু।

রবীন্দ্র কাব্য রহস্য :এটি একটি হিস্টোরিক্যাল ফিক্শন মুভি।এই সিনেমাতে অভিনয় করতে দেখা যাবে ঋত্বিক চক্রবর্তী , শ্রাবন্তী চ্যাটার্জী ,প্রিয়াংশু চ্যাটার্জী । এই সিনেমার পরিচালক হলেন সায়ন্তন ঘোষাল এবং সংগীত পরিচালক দেবজ্যোতি মিশ্র ।

সান্টা: এটি একটি ফ্যান্টাসি ড্রামা। এই সিনেমাতে অভিনয় করতে দেখা যাবে অঙ্কুশ হাজরা ,ঐন্দ্রিলা সেন এবং অনির্বান চক্রবর্তী কে। এই সিনেমায় পরিচালক হলেন অংশুমান প্রত্যুষ এবং সংগীত পরিচালক অনুপম রায়

এখানে অন্ধকার : এটি একটি সাইকোলজিক্যাল হরর। এই সিনেমায় অভিনয় করতে দেখা যাবে পরমব্রত চট্টপাধ্যায় ,ঋত্বিক চক্রবর্তী, পায়েল সরকারকে। এই সিনেমার পরিচালক হলেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং সংগীত পরিচালক নবারুণ বোস ।

অন্নপূর্ণা : এটি একটি ফ্যামিলি ড্রামা । এই সিনেমায় অভিনয় করতে দেখা যাবে অনন্যা চ্যাটার্জীকে, সাথে থাকবেন ঋষব বসু ,দিতিপ্রিয়া রায়কে । ছবির পরিচালক অংশুমান প্রত্যুষ এবং সংগীত পরিচালক প্রতীক কুন্ডু ।

বাবু সোনা : এটি একটি কমেডি থ্রিলার।এই সিনেমায় অভিনয় করতে দেখা যাবে জিতু কামাল এবং শ্রাবন্তী কে।
এই পরিচালক হলেন অংশুমান প্রত্যুষ, সঙ্গীত পরিচালক হলেন দোলন মৈনাক।

সরলাক্ষ হোমস: এটি একটি গোয়েন্দা গল্প। এই সিনেমা তে অভিনয় করতে দেখা যাবে ঋষব বসু, অর্ণ মুখোপাধ্যায়। এই সিনেমার পরিচালক সায়ন্তন ঘোষাল এবং সঙ্গীত পরিচালক হলেন দেবজ্যোতি মিশ্র।

তবু ভালবাসি: এটি একটি রোমান্টিক ড্রামা। এই সিনেমায় অভিনয় করতে দেখা যাবে আরিয়ান এবং দেবত্তমা সাহাকে। এর পরিচালক হলেন রবীন্দ্র নাম্বিয়ার এবং সঙ্গীত পরিচালক হলেন দোলন মৈনাক।

গৃহস্ত: এটি একটি সাইকোলজিকাল থ্রিলার। এই সিনেমায় দেখা যাবে রিতাভরী চক্রবর্তী কে। এর পরিচালক হলেন মৈনাক ভৌমিক এবং সঙ্গীত পরিচালক হলেন স্যাভি।

যদি এমন হতো: এটি একটি রোমান্টিক ড্রামা। এই সিনেমায় অভিনয় করতে দেখা যাবে শন ব্যানার্জী, দিতিপ্রিয়া রায় এবং ঋষব বসু। এর পরিচালক হলেন রবীন্দ্র নামবিয়ার এবং সঙ্গীত পরিচালক হলেন দোলন মৈনাক।

চন্দ্রবিন্দু: সুপার্নেচারাল ফ্যান্টাসি । এই সিনেমায় অভিনয় করতে দেখা যাবে অঙ্কুশ হাজরা, ঐন্দ্রিলা সেনকে। এই সিনেমার পরিচালক হলেন রাজা চন্দ্র ও সঙ্গীত পরিচালক হলেন অনুপম রায়।

আবার হওয়া বদল: ফ্যান্টাসি ড্রামা। এই সিনেমায় অভিনয় করতে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায় রাইমা সেন, রুদ্রনীল ঘোষকে। এই সিনেমার পরিচালক হলেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং সঙ্গীত পরিচালক হলেন ইন্দ্রদীপ দাশগুপ্ত।

ভালবাসি তোকে ভালোবেসে: এটি একটি রোমান্টিক ড্রামা। এই সিনেমায় অভিনয় করতে দেখা যাবে ঋষব বসু এবং রাজনন্দিনী পাল কে। এই সিনেমার পরিচালক হলেন সায়ন্তন ঘোষাল এবং সঙ্গীত পরিচালক দোলন-মৈনাক।

ডিয়ার ডি: এটি একটি ফ্যামিলি ড্রামা। এই সিনেমায় অভিনয় করতে দেখা যাবে শ্রাবন্তী চ্যাটার্জী এবং দিতিপ্রিয়া রায়কে। এই সিনেমার পরিচালক হলেন রবীন্দ্র নাম্বিয়ার এবং সঙ্গীত পরিচালক হলেন দোলন মৈনাক।

উড়ান ছু: এটি হলো কমেডি ড্রামা। এই সিনেমায় অভিনয় করতে দেখা যাবে আলোকনন্দা ব্যানার্জী, বিদীপ্তা চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তী, দর্শনা বণিক, মানসী সিনহা, রাজনান্দিনী পাল কে। এই সিনেমার পরিচালক হলেন অংশুমান প্রত্যুষ এবং সঙ্গীত পরিচালক হলেন অনুপম রায়।

দরদ: এটি একটি সাইকোলজিকাল থ্রিলার। এই সিনেমায় অভিনয় করতে দেখা যাবে শাকিব খান এবং সোনাল চৌহানকে। এই সিনেমার পরিচালক হলেন অনন্য মামুন ও সঙ্গীত পরিচালক হলেন আরাফাত মেহমুদ।

Author

  • Shreya Manna

    কলকাতা বিশ্ববিদ্যালয়ে থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতক ডিগ্রি অর্জিত। সাংবাদিকতার জগতে কাজ করার ইচ্ছে প্রবল ছিলো প্রথম থেকেই। অ্যাঙ্করিং, ফিল্ড রিপোর্টিং, ফটোগ্রাফি বিষয়ের অপর সাধারণ জ্ঞান আছে। সংবাদ জগতে বিনোদন বিভাগে কাজ করে থাকেন।

    View all posts Writer

Shreya Manna

কলকাতা বিশ্ববিদ্যালয়ে থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতক ডিগ্রি অর্জিত। সাংবাদিকতার জগতে কাজ করার ইচ্ছে প্রবল ছিলো প্রথম থেকেই। অ্যাঙ্করিং, ফিল্ড রিপোর্টিং, ফটোগ্রাফি বিষয়ের অপর সাধারণ জ্ঞান আছে। সংবাদ জগতে বিনোদন বিভাগে কাজ করে থাকেন।