Live Entertainment & Love Lifestyle

Friday, June 13, 2025
Music

তিমিরের কণ্ঠে চিত্রপটের গান, তরুণ প্রতিভাদের নতুন মঞ্চ

লোকগীতি থেকে আধুনিক, তিমির বিশ্বাসের গানের পরিসর বরাবরই বেশ বড়। এবার তাঁর কণ্ঠে ফের অন্যরকম গান। ২০২৪ সালের চিত্রপট সাংস্কৃতিক উৎসবের থিম গান গেয়েছেন তিনি।

অনেকে বলেন, প্রত্যেক মানুষের মধ্যেই রয়েছে প্রতিভা। কথাটা হয়তো কিছুটা হলেও সত্যি। তাঁদের মধ্যে কিছুজনের প্রতিভার স্ফূরণও ঘটে স্পষ্টতই। কিন্তু হারিয়ে যায় বাকিরা। আর সেই বাকিদের জন্যই এক আনকোরা মঞ্চ এই ‘চিত্রপট’। ছবি আঁকা হোক বা তোলা, গান গাওয়া হোক বা থিয়েটারের অভিনয়, সবকিছুর জন্যই প্রয়োজন হয় এক শিল্পীসত্তার। সেই শৈল্পিক মন যাঁদের আছে, তাঁদের জন্যই কাজ করছে চিত্রপট। থাকছে বন্যপ্রাণীর ছবি তোলা, ছবি আঁকার প্রদর্শনী। অবশ্য কেবল মঞ্চ বললে ভুল হবে, ‘চিত্রপট’-এ নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ পাবে নব্যরা। পাবে প্রশিক্ষণও।

বাংলা সঙ্গীতজগতে বর্তমানে একটি বড় নাম তিমির বিশ্বাস। তাঁর ‘ফকিরা’ ব্যান্ডের গান শোনার উন্মাদনা মানুষের মধ্যে বৃদ্ধি পাচ্ছে ক্রমশ। বিভিন্ন লাইভ শোয়ের মঞ্চ তো বটেই, ইউটিউবে নিজের চ্যানেলেও তাঁর জনপ্রিয়তা কিছু কম নয়। অত্যন্ত জনপ্রিয় তাঁর গানের অ্যালবামও। চিত্রপট সাংস্কৃতিক উৎসবের এই থিম গানটির ছত্রে ছত্রে ফুটে উঠেছে শিল্পের প্রতি ভালোবাসা।

তিমির বিশ্বাসের গাওয়া আরো অনেক গানের মতোই, এই গানেরও কথা লিখেছেন সুমিত বন্দ্যোপাধ্যায়। অনিরুদ্ধ ঋক দত্তর মন ভাল করা সুরে সেজে উঠেছে এই গান। গানটি গাওয়া ছাড়াও, সঙ্গীতায়োজন আর প্রযোজনার দায়িত্বও সামলেছেন তিনি। তাঁর গাওয়া বাকি গানগুলোর মতো, এই গানটিও যে মানুষের ভালোবাসা পাবে সমানভাবে, তা আর বলার অপেক্ষা রাখে না।

প্রতিবেদনটি সবাইকে শেয়ার করুন ….

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts

Debasmita Biswas

বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।