SVF-Hoichoi: আসছে একাধিক নতুন সিজন, তালিকায় আর কী?
SVF আর Hoichoi একসঙ্গে পেরোচ্ছে একের পর এক মাইলফলক। এবার তাদের যৌথ উদ্যোগের ফসল ‘গল্পের পার্বণ ১৪৩২’। চলতি বছরের এপ্রিল মাস থেকে ২০২৬ সালের মার্চ মাস পর্যন্ত যেসব ছবি বা ওয়েবসিরিজ আসতে চলেছে, জানা গেল তাদের নাম।
SVF-এর প্রযোজনায় ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত, দেব অভিনীত ‘রঘু ডাকাত’ আসছে, তা সকলেই জানেন। এছাড়াও আসছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত কাকাবাবু সিরিজের ছবি ‘বিজয়নগরের হিরে’। আসছে ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় সোনাদা সিরিজের ছবি ‘সপ্তডিঙার গুপ্তধন’। বরাবরের মতো মুখ্য তিন চরিত্রে অভিনয় করবেন আবির চট্টোপাধ্যায়, অর্জুন চক্রবর্তী এবং ইশা সাহা।
আসছে নির্ঝর মিত্র পরিচালিত, আবীর চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য্য এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায় অভিনীত ‘চোর পুলিশ ডাকাত বাবু’। এ-ছবির গল্পে পাইস হোটেল চালানো তিন ভাই রাতের অন্ধকারে বেরিয়ে পড়ে সিঁধকাঠি নিয়ে। আবার সাধক বামাক্ষ্যাপার জীবনের অজানা গল্প নিয়ে সায়ন্তন ঘোষালের পরিচালনায় আসছে ‘সাধক বামাক্ষ্যাপা’। নামভূমিকায় অভিনয় করবেন অভিনেতা সব্যসাচী চৌধুরী।
সৃজিত মুখোপাধ্যায়ের ‘হেমলক সোসাইটি’ মুক্তি পেয়েছিল ২০১২ সালে। সেই ছবির মুখ্য চরিত্র আনন্দ কর (পরমব্রত চট্টোপাধ্যায়) ফিরছে আবার। নতুন ছবি ‘কিলবিল সোসাইটি’তে থাকছেন কৌশানি মুখোপাধ্যায়, বিশ্বনাথ বসু, সন্দীপ্তা সেন, অরিজিতা মুখোপাধ্যায় এবং অনিন্দ্য চট্টোপাধ্যায়।
SVF-এর সহ-প্রতিষ্ঠাতা শ্রীকান্ত মোহতা জানান, ‘বাংলা চলচ্চিত্রে সবসময়েই থাকে ঐতিহ্য আর সংস্কৃতির ছোঁয়া। আমাদের গর্ব যে, আমাদের তৈরি ছবিগুলো শুধু বিনোদন নয়, তার একটা প্রভাব আছে দর্শকদের কাছে। গল্পের পার্বণ ১৪৩২-এর তালিকায় আমাদের সবচেয়ে আশাপ্রদ ছবিগুলোই রয়েছে।’
SVF-এর ডিরেক্টর এবং সহ-প্রতিষ্ঠাতা মহেন্দ্র সোনি বলেন, ‘SVF খুব সাদামাটা একটা উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল। আমরা চেয়েছিলাম, বাংলা গল্পগুলোকে তাদের যোগ্য জায়গায় পৌঁছে দিতে। আজ তিন দশক পরেও, আমাদের প্যাশন একটুও বদলায়নি, কেবল আশা বেড়েছে।’
ইতিমধ্যেই বিভিন্ন জঁরের বহু ওয়েবসিরিজ তৈরি করে ফেলেছে হইচই ওটিটি প্ল্যাটফর্ম। এবার তারা স্পর্শ করতে চলেছে ২০০টি সিরিজের মাইলফলক। আরো তেরোটি নতুন ওয়েবসিরিজ আনতে চলেছে এই ওটিটি প্ল্যাটফর্ম।
অদিতি রায়ের পরিচালনায় আসছে ‘অনুসন্ধান’। নারীদের এক সংশোধনাগারে ঘটে চলা এক অদ্ভুত কাণ্ডের তদন্তে নামেন এক সাংবাদিক (শুভশ্রী গঙ্গোপাধ্যায়)। সেই গল্প বলবে এই সিরিজ। সায়ন্তন ঘোষালের পরিচালনায়, থাইল্যান্ডের এক প্রাচীন রহস্যকে নিয়ে আসছে ‘নাগমণির রহস্য’। মুখ্য চরিত্রে অভিনয় করছেন সোহিনী সরকার।
আসছে অরিজিৎ টোটন চক্রবর্তী পরিচালিত, অদিতি রায় নির্মিত ‘তোমাকেই চাই’; নির্ঝর মিত্র পরিচালিত, মিমি চক্রবর্তী অভিনীত ‘ডাইনি’। আসছে নির্ঝর মিত্রেরই আরেক ওয়েবসিরিজ ‘বীরাঙ্গনা’।
কৌশিক হাফিজির পরিচালনায় আসছে ‘ভূততেরিকি’। এই ওয়েবসিরিজের নির্মাণের সঙ্গেও যুক্ত রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য্য। আবার, সাহিত্যিক অভীক সরকারের কাহিনি ‘ভোগ’ অবলম্বনে আসছে অনির্বাণ ভট্টাচার্য্য ও পার্ণো মিত্র অভিনীত ‘ভোগ’।
আবারও আসছে ‘ফেলুদার গোয়েন্দাগিরি’, তবে এবার পরিচালনায় রয়েছেন কমলেশ্বর মুখোপাধ্যায়।
এছাড়াও আসছে ‘অ্যাডভোকেট অচিন্ত্য আইচ’, ‘নিকষ ছায়া’, ‘কালরাত্রি’, ‘ইন্দু’ এবং ‘লজ্জা’র পরবর্তী সিজন।
হইচই স্টুডিয়োজের হাত ধরে, একেনের মতো ‘গোরা’ও এবার আসবে বড়পর্দায়। ছবির নাম ‘গোরা-এ গণ্ডগোল’। এছাড়াও একেনবাবুর কাহিনি নিয়ে আসছে ‘দ্য একেন: বেনারসে বিভীষিকা’। সৃজিত রায় এবং সৌভিক চক্রবর্তীর ছবি ‘কাদের কুলের বৌ’, পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত ‘কুমীর ডাঙা’-ও রয়েছে এই তালিকায়।
লঞ্চ হল ‘Hoichoi TV+’-এর মতো একেবারে নতুন একটি ক্যাটেগরিও। ঋতাভরী চক্রবর্তী অভিনীত ‘শাখা প্রশাখা’, স্বস্তিকা দত্ত অভিনীত ‘আতঙ্ক’ বা রামকৃষ্ণ পরমহংসদেবের উপাখ্যান নিয়ে তৈরি ‘শ্রী রামকৃষ্ণ’ থাকছে সেই তালিকায়।
হইচইয়ের সহ-প্রতিষ্ঠাতা বিষ্ণু মোহতা জানান, ‘গোটা দুনিয়ার বাঙালির বিনোদনের প্রধান ঠিকানা এখন হইচই, এটা আমাদের কাছে খুবই গর্বের। আমরা আরো ২০টা নতুন ওয়েবসিরিজ আনার চিন্তাভাবনা করছি। এছাড়াও, হইচই টিভি+ আর হইচই স্টুডিয়োজের মাধ্যমেও নতুন নতুন গল্প আমরা নিয়ে আসব দর্শকদের কাছে।’
হইচইয়ের চিফ অপারেটিং অফিসার বলেন, ‘হইচই সাফল্য পেয়েছে দর্শকদের জন্যই। তাঁরা আমাদের জানিয়েছেন কী ভালো লেগেছে, কোন জিনিসটা খারাপ লেগেছে। তাই আমরা আমাদের কন্টেন্ট এত সুন্দর করে সাজাতে পেরেছি।’