Live Entertainment & Love Lifestyle

Thursday, March 20, 2025
Entertainment

Mimi Chakraborty: জন্মদিনের উপহার, প্রকাশ্যে ‘ডাইনি’র পোস্টার

আগেই জানা গিয়েছিল, হইচইয়ের (Hoichoi) পর্দায় আবারও ফিরতে চলেছেন মিমি চক্রবর্তী। সেই ওয়েবসিরিজের ফার্স্টলুক পোস্টার মুক্তি পাওয়ার দিন তো আজই। তাই আজ, মিমির জন্মদিনেই মুক্তি পেল নির্ঝর মিত্র পরিচালিত ‘ডাইনি’ ওয়েবসিরিজের ফার্স্টলুক পোস্টার।

ধারাবাহিক দিয়েই পা রেখেছিলেন অভিনয় জগতে। তারপর অভিনয় করেছেন একের পর এক ছবিতে। করেছেন ওয়েবসিরিজেও। এই সিরিজের হাত ধরেই আরো একবার হইচইয়ের পর্দায় ফিরতে চলেছেন মিমি। তবে আগের মতো কোর্টরুম ড্রামা নয়, এই সিরিজ একেবারেই অন্যধাঁচের। কুসংস্কার, অন্ধবিশ্বাস, ভিত্তিহীন কিছু ধ্যানধারণা আর তার ভিতরে লুকিয়ে থাকা রহস্যকে কেন্দ্র করেই তৈরি এই সিরিজ।

দুর্দান্ত এই ফার্স্টলুক পোস্টারে মিমি ধরা দিয়েছেন একেবারে নতুন অবতারে। আহত, রক্তাক্ত মিমি দাঁড়িয়ে রয়েছেন ছবিতে। হাতে রয়েছে ধারালো অস্ত্র। সিরিজের একেবারে কেন্দ্রে রয়েছে দুই বোন। মিমি চক্রবর্তীর বোনের ভূমিকায় অভিনয় করতে চলেছেন ছোটোপর্দার জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি দাস।

ডাকিনীতন্ত্র নিয়ে একাধিক গল্প লেখা হয়েছে বাংলায়। বর্তমান সময়েও সেই পুরনো বিশ্বাস ঝেড়ে ফেলতে পারেনি অনেকেই। এখনো বহু জায়গায় মেয়েদের শুনতে হয় ‘ডাইনি’ অপবাদ। অন্ধবিশ্বাস যে কতটা মারাত্মক আকার নিতে পারে, প্রায়শই তার প্রমাণ মেলে সংবাদপত্রেও। কিন্তু এই অন্ধবিশ্বাসকে চ্যালেঞ্জ জানানোর ফল কী হতে পারে! কতটা কঠিন হতে পারে বিশ্বাস আর যুক্তির লড়াই? সেই কঠিন বাস্তবই এবার ধরা দেবে এই ওয়েবসিরিজে।

পোস্টার শেয়ার করে, প্রযোজনা সংস্থার তরফ থেকে লেখা হয়েছে, ‘ভয় আর জমাট বাঁধা অন্ধবিশ্বাসের অন্ধকারের মাঝে অদম্য জেদকে আঁকড়ে ধরে বেঁচে থাকার আপ্রাণ চেষ্টা… ফিরছে হইচই-তে মিমি চক্রবর্তী, “ডাইনি” নিয়ে!’ কবে মুক্তি পাবে এই ওয়েবসিরিজ? জানা গিয়েছে, অপেক্ষা আর মাসখানেকের। আগামী ১৪ই মার্চ মুক্তি পেতে চলেছে হইচই ওটিটি প্ল্যাটফর্মের নতুন ওয়েবসিরিজ ‘ডাইনি’।

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts

Debasmita Biswas

বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।