Netflix: রাজনীতি আর অন্ধকার দুনিয়ার মাঝে ‘খাকি’-র রাজ!
অপরাধের অন্ধকার জগত ঢাকা থাকে রাজনীতির চাদরে, এমন একটা কথা বেশ প্রচলিত। এবার সেই ‘ট্রেন্ড’ ভাঙতেই নেটফ্লিক্স (Netflix) ওটিটি প্ল্যাটফর্মে আসছে ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’। আর সেই ওয়েবসিরিজের ট্রেলার মুক্তি পেল গতকাল, ৫ই মার্চ।
আড়াইমিনিটের এই ট্রেলারে রয়েছে একের পর এক চমক। প্রত্যেকটি দৃশ্যে নজর কেড়েছেন বঙ্গসন্তানেরা। অ্যাকশনে ভরপুর এই ঝলকে বাস্তব দুনিয়ার স্পর্শ লেগে রয়েছে গভীরভাবে। সিরিজের প্রেক্ষাপট ২০০২ সালের মহানগর। কুখ্যাত গ্যাংস্টার শঙ্কর বড়ুয়া ওরফে বাঘার ভয়ে সকলে তটস্থ। অথচ দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদের রক্ষাকবচ এড়িয়ে তাকে ছুঁতেও পারে না কলকাতার পুলিশের দল। সেই কাজেই তাদের সাহায্য করতে এসেছেন অফিসার অর্জুন মৈত্র। কী হবে এবার, সেই গল্পই বলবে ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’।
বাংলার বুকেই বোনা হয়েছে এই কাহিনির বীজ। তাই ওয়েবসিরিজের বেশিরভাগ অংশ জুড়েই দেখা গেল বাঙালিদের রাজত্ব। সিরিজের মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সুপারস্টার জিৎ, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, মিমো চক্রবর্তী, চিত্রাঙ্গদা সিং, ঋত্বিক ভৌমিক, আদিল খান, চিত্রাঙ্গদা সিংহ, পুজা চোপড়া, আকাঙ্খা সিংহ, শ্রদ্ধা দাস-সহ তাবড় অভিনেতা-অভিনেত্রীরা। ট্রেলারে একমুহূর্তের জন্য দেখা মিলেছে অভিনেতা শুভাশিষ মুখোপাধ্যায়েরও।
অ্যাকশন-থ্রিলার এই ওয়েবসিরিজটি পরিচালনার দায়িত্বে আছেন দেবাত্ম মণ্ডল এবং তুষারকান্তি রায়। দেবাত্ম মণ্ডল ছাড়াও, সিরিজের কাহিনি লিখেছেন নীরজ পাণ্ডে এবং সম্রাট চক্রবর্তী। সিরিজের সঙ্গীত পরিচালনার দায়িত্ব রয়েছে জনপ্রিয় সুরকার-গীতিকার জিৎ গঙ্গোপাধ্যায়ের হাতে।
ইতিমধ্যেই দশ লক্ষাধিক মানুষ দেখেছেন সিরিজটির ট্রেলার। কমেন্ট সেকশন ভরে গিয়েছে অনুরাগীদের ভালোবাসায়। আগামী ২০শে মার্চ মুক্তি পেতে চলেছে ওয়েবসিরিজ ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’।