Siddharth-Kiara: জীবনের সেরা উপহার পেতে চলেছেন তারকা দম্পতি!
দু’জোড়া হাত, আর তার ওপর একজোড়া ছোট্ট সাদা মোজা। এমন ছবিই নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করেছেন অভিনেত্রী কিয়ারা আদবানি। অভিনব কায়দায় ভাগ করে নিয়েছেন সুখবর।
জল্পনা ছিল গতবছর ডিসেম্বর থেকেই। সেই জল্পনায় এবার সিলমোহর দিলেন কিয়ারা এবং সিদ্ধার্থ। শুক্রবার দুপুরে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এই ছবি পোস্ট করেন তিনি। ক্যাপশনে লেখেন, ‘আমাদের জীবনের সেরা উপহার… শীঘ্রই আসছে।’
আর এই পোস্টের পরেই শুরু হয় চর্চা। বোঝাই যাচ্ছে, তাঁদের জীবনে আসতে চলেছে খুদে সদস্য। বিয়ের দু’বছরের মাথাতেই এই খবর পেয়ে স্বাভাবিকভাবেই বেশ খুশি হয়েছেন ভক্তেরা।
‘শেরশাহ’ ছবিতে জুটি বেঁধেছিলেন তাঁরা। আলাপ গড়িয়েছিল প্রেমে। এরপর, ২০২৩ সালের ফেব্রুয়ারিতে, রাজস্থানের জয়সলমীরে বিয়ে করেছিলেন সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদবানি। মজার ছলে কিয়ারা জানিয়েছিলেন, একটু তাড়াতাড়িই মা হতে চান তিনি। আর সেই স্বপ্নই সফল হতে চলেছে এবার। বলিপাড়ার এই তারকা দম্পতির দেওয়া সুখবরে খুশি তাঁদের ভক্তেরা। কমেন্টবক্স উপচে পড়ছে শুভেচ্ছাবার্তায়।