Live Entertainment & Love Lifestyle

Entertainment

Klikk: ফ্রিজের ভিতর মানুষের দেহাংশ, লুকিয়ে কোন রহস্য!

ধরা যাক, সাইকোলজির এক অধ্যাপক আপনার পরিচিত। নিয়মিত তাঁর বাড়ীতে যাতায়াত রয়েছে আপনার বা আপনার খুদে সন্তানের। হঠাৎই একদিন তাঁর বাড়ীর ফ্রিজে আবিষ্কার করলেন মানুষের দেহাংশ। ঠিক কেমন হবে আপনার মনের অবস্থা? অনেকটা এরকমই একটা ঘটনার ছোঁয়া রয়েছে ‘ক্লিক’ (Klikk) ওটিটি প্ল্যাটফর্মের নতুন ওয়েবসিরিজ ‘মরীচিকা’য়।

সাইকোলজির অধ্যাপক ড. অনির্বাণ সেনগুপ্ত একাই থাকেন বাড়িতে। ছোট্ট মেয়ে তিন্নির সঙ্গে তাঁর দারুণ ভাব। নিজের হাতে পুতুলও বানিয়ে দেন তিনি তিন্নিকে। এর মাঝেই হঠাৎ খুন হয় অনির্বাণের এক প্রাক্তন ছাত্র। তদন্ত করতে এসে ক্রাইম ব্রাঞ্চের অফিসার রজতের হাতে আসে কিছু ভয়ানক তথ্য। রজত জানতে পারেন, ‘অনি আঙ্কল’-এর বাড়ির ফ্রিজে একটা কাটা কান দেখেছে তিন্নি। অনির্বাণের মতে যা নাকি আসলে সিলিকনের তৈরি। সন্দেহ দানা বাঁধে রজতের মনে। কারণ, কিছুদিন আগে পাওয়া একটি মৃতদেহের কান, ঠোঁট ও হাতের আঙুল কাটা ছিল নিপুণভাবে।

কেন মানুষের দেহাংশ দিয়ে পুতুল তৈরি করবে কেউ? কোন সত্যি লুকোচ্ছে অনির্বাণ? কোন মানসিক বিকৃতি, অপরাধপ্রবণতা লুকিয়ে রয়েছে অপরাধীর মনের গহীনে? সে গল্পই বলবে ক্লিক ওটিটি প্ল্যাটফর্মের নতুন ওয়েব সিরিজ ‘মরীচিকা’। সুব্রত গুহ রায়ের কাহিনী অনুসারে এই সিরিজ পরিচালনা করছেন সুব্রত R.।

এই সিরিজের হাত ধরেই ওটিটি প্ল্যাটফর্মে পা রাখতে চলেছেন ছোটপর্দার অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী দীপান্বিতা রক্ষিত। এর আগে ‘খুকুমণি হোম ডেলিভারি’, ‘তুঁতে’-র মত জনপ্রিয় ধারাবাহিকে দেখা গিয়েছিল তাঁকে। অভিনেত্রী জানান, ‘ছোটবেলা থেকে যাঁদের পর্দায় দেখে বড় হয়েছি, সেই জয় সেনগুপ্ত, জয়জিৎ বন্দ্যোপাধ্যায়, সুব্রত গুহ রায়ের মত মানুষদের সঙ্গে কাজ করতে পেরেছি। এটা খুব ভাগ্যের কথা। ‘মরীচিকা’র গল্পে অনেকগুলো স্তর রয়েছে। সরল, পরিশ্রমী মেয়ে শ্রেষ্ঠার চরিত্র ফুটিয়ে তোলার অভিজ্ঞতা খুবই ভাল ছিল।’

দীপান্বিতা ছাড়াও এই ওয়েব সিরিজে দেখা যাবে জয় সেনগুপ্ত, জয়জিৎ বন্দ্যোপাধ্যায়, সুব্রত গুহ রায়, অনুজা রায় ও জিতসুন্দর চক্রবর্তীকে। সিরিজের কাহিনীকার তথা অভিনেতা সুব্রত গুহ রায়ের কথায়, ‘লোকে বলে মানুষের মুখ নাকি মানুষের মনের আয়না. মুখ দেখলেই সব বোঝা যায়. মানুষের মনের ভিতরে যে অন্ধকার আছে, যেখানে হয়তো কোনো কোনো সময়ে আলো গিয়ে পৌঁছায় না, সেই অন্ধকারকে খোঁজার গল্পই হচ্ছে ‘মরীচিকা’। যে মরীচিকাকে দূর থেকে দেখে মরুভূমির মধ্যে পথশ্রান্ত পথিক মনে করে সেটাই জলাশয়, যেভাবে ছুটে যায় মরীচিকার দিকে, সেভাবেই এ-গল্পে ছুটে গেছে সবাই, একে অপরের দিকে।’

‘ক্লিক’-এর ডিরেক্টর নীরজ তাঁতিয়া বলেন, ‘সবসময়ই আমাদের বেশ কয়েকটি সিরিজের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে থ্রিলার। এই সিরিজে রয়েছে অভিজ্ঞ এবং জনপ্রিয় অভিনেতাদের মেলবন্ধন। ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী দীপান্বিতা রক্ষিতের ওয়েব ডেবিউ হবে এই সিরিজের মাধ্যমে।’

সুমন গুহ-র প্রযোজনায় তৈরি এই সিরিজের পরতে পরতে রয়েছে রোমহর্ষক দুর্ধর্ষ ঘটনা। আগামী জানুয়ারি মাসে ‘ক্লিক’ ওটিটি প্ল্যাটফর্মে আসতে চলেছে নতুন থ্রিলার সিরিজ ‘মরীচিকা’।

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts

Debasmita Biswas

বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।