Entertainment

Hoichoi: ওয়েবসিরিজে ডেবিউ, ফার্স্টলুকেই মুগ্ধ করলেন সৌমিতৃষা

ধারাবাহিকে অভিনয়ের সুবাদে তাঁর জনপ্রিয়তা বরাবরই ছিল আকাশছোঁয়া। বড়পর্দায় কাজ করার পর তাঁর কাছে আশা আরো বেড়ে গিয়েছিল দর্শকদের। আশাপূরণের খবরও বেশ কিছুদিন আগেই পেয়েছিলেন সকলে। হইচই (Hoichoi) ওটিটি প্ল্যাটফর্মের হাত ধরে ওয়েবসিরিজে ডেবিউ করছেন সৌমিতৃষা কুণ্ডু।

একের পর এক দুর্দান্ত হিট ওয়েবসিরিজ তৈরী করে দর্শকদের মুগ্ধ করে চলেছে হইচই। এবার তাদের আগামী ওয়েবসিরিজ ‘কালরাত্রি’তে মুখ্য চরিত্রে অভিনয় করছেন সৌমিতৃষা। সেই সিরিজেরই ফার্স্টলুক মুক্তি পেয়েছে গতকাল। নামেই স্পষ্ট, এই সিরিজের একেবারে কেন্দ্রে রয়েছে বিবাহ অনুষ্ঠান। ফার্স্টলুকেও তাই সেই আচার-অনুষ্ঠানেরই ছবি।
দেখা যাচ্ছে, গায়ে-হলুদের অনুষ্ঠানের একেবারে মধ্যমণি হয়ে বসে রয়েছে দেবী (সৌমিতৃষা)। অনুষ্ঠান চলছে উলুধ্বনি, শঙ্খধ্বনির যোগ্য সঙ্গতে। হবু কনের ‘লুক’ সকলকে মুগ্ধ করলেও, দর্শকদের নজর এড়ায়নি তার অভিব্যক্তি। আনন্দ অনুষ্ঠানের মাঝেও যেন দেবীর মুখেচোখে ফুটে উঠেছে অস্বস্তির স্পষ্ট ছাপ। আশা আর ভয়ের মাঝে আটকা পড়ে অত্যন্ত উদ্বিগ্ন সে।
হইচইয়ের হাত ধরে আবারও এক টানটান ‘মার্ডার মিস্ট্রি’র স্বাদ পেতে চলেছেন দর্শকেরা। নির্মাতারা জানিয়েছেন, শেষ হওয়ার আগের মুহূর্ত পর্যন্ত বজায় থাকবে উত্তেজনা। সিরিজে সৌমিতৃষা ছাড়াও দেখা যাবে ইন্দ্রাশিস রায়, রাজদীপ গুপ্ত, রূপাঞ্জনা মিত্র, স্বৈরীতি বন্দ্যোপাধ্যায়, অনুজয় চট্টোপাধ্যায় প্রমুখকে।

বিয়ের মাসেই মুক্তি পেতে চলেছে অয়ন চক্রবর্তী পরিচালিত এই ওয়েবসিরিজ। আগামী ৬ই ডিসেম্বর হইচইতে মুক্তি পাবে ‘কালরাত্রি’।

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts

Debasmita Biswas

বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।