EntertainmentTollywood

হাসিমজায় মোড়া কাহিনী নিয়ে হাজির হবে একঝাঁক ‘ভূত’!

ভূতের সিনেমা তো অনেক দেখেছেন। কিন্তু হরর আর হরর কমেডির মধ্যে বাছতে হলে কাকে বাছবেন? হরর কমেডিকেই নিশ্চয়ই! তাহলে এবার আপনার সেই পছন্দের জঁরে পা রাখতে চলেছে আরো একটা নতুন ছবি। আর সেই ছবিতে দেখা মিলবে একগুচ্ছ তারকা অভিনেতা-অভিনেত্রীর।

ছবির নাম ‘ভূতের পাল্লায় ভূতনাথ’। বছরতেইশের আইনজীবী বিদিশা চট্টোপাধ্যায় পরিচালিত এই ছবিতে আছে একাধিক মজার চরিত্র। তাদের কেউ ঝগড়ুটে গিন্নি, কেউ মজার ব্যবসায়ী, কেউ আবার সুদখোর মহাজন।
তাদের চরিত্রে অভিনয় করেছেন খরাজ মুখোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, মানসী সিনহা, আরিয়ান ভৌমিক, রাজু মজুমদার, তরঙ্গ সরকার, নবাগতা অন্বেষা চ্যাটার্জী প্রমুখ। এছাড়াও, বাংলা থিয়েটারের অতিপরিচিত মুখ সন্দীপ চট্টোপাধ্যায় ও সুমন্ত রায়কেও দেখা যাবে এই ছবিতে।
‘SBA Films’ প্রযোজিত এই ছবির কাহিনী, চিত্রনাট্য এবং সংলাপের দায়িত্বে ছিলেন রুমকি চট্টোপাধ্যায়। প্রোডাকশন কন্ট্রোলারের দায়িত্ব সামলেছেন স্নেহাশীষ চট্টোপাধ্যায়।
এই ছবির সম্পর্কে পরিচালিকা বলেন, ‘এই ছবিটি সপরিবারে দেখার মত একটি ভিন্ন স্বাদের মজার হাসির ভূতের ছবি। বাংলা থিয়েটারের সঙ্গে বাংলা চলচ্চিত্র জগতের মেলবন্ধন হল এই ছবির মূল স্লোগান।’
চলতি সপ্তাহের শুক্রবার, অর্থাৎ আগামী ২২শে নভেম্বর, বড়পর্দায়া মুক্তি পেতে চলেছে এই ছবি। আট থেকে আশি, সববয়সের দর্শককে হলমুখী করতে যে ভিন্নস্বাদের এই ছবি সফল হবে, সে আশা করাই যায়।

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts

Debasmita Biswas

বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।