Live Entertainment & Love Lifestyle

Monday, June 23, 2025
Tollywood

Dev: নতুন বছরের প্রথমদিনেই চমক সুপারস্টারের!

সুপারস্টার দেবের হাত ধরে ‘রঘু ডাকাত’ আসছে বড়পর্দায়, এ-খবর জানা গিয়েছিল বহুদিন আগেই। ফের একবার টলিপাড়ার গুঞ্জনের কেন্দ্রে এই ছবি। সত্যিই কি নতুন বছরের প্রথমদিনেই ‘রঘু ডাকাত’-এর ঘোষণা করবেন দেব?

২০২১ সালে, কালীপুজোর আগে জানা গিয়েছিল এই ছবির কথা। ‘রঘু ডাকাত’কে নিয়ে গল্প লিখেছিলেন যোগেন্দ্রনাথ গুপ্ত। ব্রিটিশ আমলে, নীল বিদ্রোহে যোগ দিয়ে ইংরেজদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল রঘু। গ্রামবাংলার মানুষকে বাঁচিয়েছিল ইংরেজদের অত্যাচারের হাত থেকে। সেই সাহসী, অবিস্মরণীয় চরিত্রকেই পর্দায় আনার পরিকল্পনা করেছিলেন পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। নামভূমিকায়, অবশ্যই সুপারস্টার দেব।

২০২১ সালেই মুক্তি পেয়েছিল ছবির একটি পোস্টারও। পোস্টারে দেখা মিলেছিল ‘রঘু’র। মশাল হাতে, পিছন ফিরে দাঁড়িয়ে রয়েছে সে। পরনে সাদা ধুতি, মাথায় লাল কাপড়ের ফেট্টি। তবে সেই পোস্টার মুক্তি পেয়েছিল প্রযোজনা সংস্থা ‘Dev Entertainment Ventures’ এবং ‘SVF’-এর হাত ধরে। তবে এখন জানা যাচ্ছে একেবারেই অন্য খবর।

জানা যাচ্ছে, SVF নাকি হাত গুটিয়ে নিয়েছে ‘রঘু ডাকাত’-এর কাজ থেকে। বদলে প্রযোজনার দায়িত্বে যৌথভাবে এসেছে ‘Dev Entertainment Ventures’ এবং ‘Surinder Films’। সম্প্রতি এই দুই সংস্থার প্রযোজনায়, সুপারস্টার দেবের নতুন বাণিজ্যিক ছবি ‘খাদান’ হয়েছে সুপারহিট। বহুবছর পরে বাণিজ্যিক ছবির জগতে আলোড়ন তুলেছে এই ছবি। ব্যবসাও করেছে অবিশ্বাস্য। তবে ‘খাদান’-এর চেয়েও কি বড় ছবি ‘রঘু ডাকাত’? এর আগে পরিচালক জানিয়েছিলেন, ‘রঘু ডাকাত’-ও একটি বাণিজ্যিক ছবি। ‘খাদান’ যে প্রযোজনার ক্ষেত্রে দেবের আত্মবিশ্বাস বাড়িয়েছে অনেকটাই, তা কিন্তু বেশ স্পষ্ট।

‘খাদান’ মুক্তি পেতে না পেতেই এবার নজর ‘রঘু ডাকাত’-এর দিকে। সেই ছবি নিয়েই কি বছরের শুরুতে কোনো সুখবর দিতে চলেছেন দেব? নির্মাতারা সেবিষয়ে কিছু না জানালেও, টলিপাড়ার গুঞ্জন কিন্তু বাড়ছেই। এর আগে, ছবির শ্যুটিং শুরু হওয়ার কথা ঠিক হওয়ার পরেও, পিছিয়ে গিয়েছিল তা। প্রতিবন্ধকতার একটা বড় কারণ হিসেবে উঠে আসছিল বাজেটের কথা। তবে নতুন বছরের শুরুতে হয়তো কাটল সে মেঘ। ‘রঘু ডাকাত’ নিয়ে হয়তো বড় কোনো সুখবর আসবে আগামীকালই।

প্রতিবেদনটি সবাইকে শেয়ার করুন ….

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts

Debasmita Biswas

বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।