Live Entertainment & Love Lifestyle

Thursday, March 20, 2025
EntertainmentTollywood

গাঁজা-পাচার চক্রের সঙ্গে কীভাবে জড়ালেন রোহন-অনিন্দ্য!

রোহন ভট্টাচার্য্য আর অনিন্দ্য সেনগুপ্ত, তরুণপ্রজন্মের দুই অভিনেতাই বাঙালির মন জয় করেছেন নিজেদের দক্ষতায়। এবার তাঁদের অনুরাগীদের জন্য আসছে চমক। একটি অ্যাকশন ছবিতে একসঙ্গে বড়পর্দায় দেখা যাবে এই দুই অভিনেতাকে।

আসছে নতুন অ্যাকশন ছবি ‘ব্রহ্মার্জুন’। সৌভিক দে পরিচালিত এই ছবিতেই একসঙ্গে দেখা যাবে অনিন্দ্য এবং রোহনকে। সেই ছবির চরিত্রদের ফার্স্টলুক প্রকাশিত হল আজ। একেবারে ভিন্ন লুকে দেখা যাবে রোহন-অনিন্দ্যকে।

ঝাড়খণ্ডের দুই বিস্তীর্ণ অঞ্চল – গালুড়ী আর শেখমুলুক। দু’জায়গাতেই তুমুলভাবে চলে গাঁজা পাচারের কাজ। দুই এলাকার রাজত্ব নরেশ পাল আর আলম শেখ নামে দুই দুষ্কৃতীর হাতে। বে-আইনি এই কাজ নিয়ে তাদের মধ্যে চলে ক্ষমতার লড়াইও।

আর না চাইতেও, এই লড়াইতে জড়িয়ে পড়ে ব্রহ্মা (রোহন ভট্টাচার্য্য) আর অর্জুন (অনিন্দ্য সেনগুপ্ত)। চরম অপ্রত্যাশিত বিপদের মুখে দাঁড়িয়ে ব্রহ্মা আর অর্জুন কী করে, সেই গল্পই বলবে এই ছবি।

রোহন আর অনিন্দ্য ছাড়াও এই ছবিতে দু’টি মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা ভট্টাচার্য্য (পুষ্পা) এবং অভিনেতা অমিত শেঠী (নান্নু যাদব)। এছাড়াও, গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে চলেছে খরাজ মুখোপাধ্যায়, সুদীপ মুখোপাধ্যায়, মীনা শেঠী মণ্ডল প্রমুখকে। মীনা শেঠি মণ্ডল প্রযোজিত এই ছবির তত্ত্বাবধানের দায়িত্বে রয়েছেন সুমন্ত মুখোপাধ্যায়।

শোনা যাচ্ছে, এই ছবির সঙ্গে নাকি থাকবে বলি-যোগ। মায়ানগরীর কিছু নামকরা অভিনেতা, অভিনেত্রীরাও নাকি অভিনয় করতে চলেছেন এই ছবিতে। তবে নির্মাতাদের তরফ থেকে সেবিষয়ে এখনো কিছু জানা যায়নি।

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts

Debasmita Biswas

বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।