Rupam-Samidh: একসঙ্গে প্রথম কাজ দুই ‘পুরনো বন্ধু’র
সঙ্গীতজগতের দুই মহীরুহ। তাঁদের মধ্যে বন্ধুত্বও বহুবছরের। কিন্তু সিনেমার জন্য একসঙ্গে কাজ করা হয়ে ওঠেনি কখনোই। এবার আতিউল ইসলাম পরিচালিত ‘দানব’ ছবির হাত ধরে এল সেই সুযোগ। সমিধ মুখোপাধ্যায়ের সুরে এই ছবিতে গান গাইবেন রূপম ইসলাম।
বিখ্যাত সুরকার সমিধ মুখোপাধ্যায়ের সুরে এর আগে গান গেয়েছেন তাবড় তাবড় শিল্পীরা। কিন্তু জনপ্রিয় রকসঙ্গীতশিল্পী রূপম ইসলামের সঙ্গে কাজ করা হয়ে ওঠেনি কখনো। কলকাতার এক স্টুডিওতে ‘দানব’ ছবির এই গানটির রেকর্ডিং হল সম্প্রতি। আর সেই স্টুডিওতেই নস্টালজিক হয়ে পড়লেন রূপম-সমিধ।
শিল্পী রূপম ইসলাম বলেন, ‘আমাদের বহু বছরের বন্ধুত্ব। কিন্তু সিনেমার জন্য দুজনের কোনোদিন কাজ হয়ে ওঠেনি একে অপরের সঙ্গে। এই প্রথম আমি সমিধের সুরে সিনেমার জন্য গান গাইছি। আমি খুব আশাবাদী এই গানটা নিয়ে। আশা করছি, সমিধের সুরে এই গান মানুষের মন কাড়বে।’
অন্যদিকে, সমিধও বেশ খুশি নিজের পুরনো বন্ধুর সঙ্গে কাজ করে। তিনি জানান, ‘বন্ধুত্বের আজ খুব খুশির খবর। দারুণ লাগছে এই কাজটা করে৷ রূপম ইসলামের মতো শিল্পী খুব কম আছে। আমার সুরে এই গান দানব ছবির একটা বড়ো অংশ হয়ে থাকবে আশা করছি।’
আতিউল ইসলামের এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন পিয়ার খান ও রূপসা মুখোপাধ্যায়। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন খরাজ মুখোপাধ্যায়, কৌশিক বন্দ্যোপাধ্যায়, হিয়া রায়, অনিন্দিতা সোম প্রমুখ।
ছবির গল্প অনুযায়ী, পেশায় মর্গের ডোম শিবার জীবনে হঠাৎই নামে বিপর্যয়। তার জীবনের একমাত্র ভালোবাসা উমার মৃতদেহ আসে মর্গে, ময়নাতদন্তের জন্য। অন্যদিকে, মর্গেই এক মৃতদেহকে ধর্ষণ করা হয় নৃশংসভাবে। হইচই শুরু হয়ে যায় চারদিকে। কোন দিকে মোড় নেবে গল্প, উত্তর লুকিয়ে রয়েছে ‘দানব’ ছবিতে। ইতিমধ্যেই ছবির অনেকটা অংশের শ্যুটিং হয়ে গিয়েছে। জানা যাচ্ছে, চলতি বছরেই বড়পর্দায় আসতে চলেছে ছবিটি।