Entertainment

চাঁদের হাটে জমজমাট দশম এপিজে বাংলা সাহিত্য উৎসব

ঠাণ্ডার আমেজ শুরু হতে না হতেই শুরু হয়ে গেল দশম এপিজে বাংলা সাহিত্য উৎসব। গত ১৫ই নভেম্বর কলকাতার পার্কস্ট্রিটে অক্সফোর্ড বুকস্টোরে এই সাহিত্য উৎসবের উদ্বোধন করা হয়েছিল।

এই উৎসবের সূচনা করেন বিখ্যাত সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সঙ্গে ছিলেন সুবোধ সরকার এবং উৎসব পরিচালক ও অক্সফোর্ড বুকস্টোরের সিইও স্বাগত সেনগুপ্ত। এই উৎসবটি হয়েছিল গত তিনদিন ধরে অর্থাৎ ১৫ নভেম্বর থেকে ১৭ই নভেম্বর পর্যন্ত।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেখক, পরিচালক, কবি, নাট্যকার, অভিনেতা, সাংবাদিক, আমলা, গবেষক, সঙ্গীতজ্ঞসহ আরো সাহিত্য ও সংস্কৃতি জগতের বিশিষ্টজনেরা। ইতিমধ্যেই শতবর্ষ পূর্ণ করেছে অক্সফোর্ড বুকস্টোর। সেই কারণবশতই দশমবর্ষেও এই বুকস্টোরকেই নির্বাচন করা হয়েছে বাংলা সাহিত্য উৎসবের ঘাঁটি হিসেবে।

এই অনুষ্ঠানের মূল বিষয় ছিল ধ্রুপদী বাংলা ভাষা। সেটা নিয়েই নানান দৃষ্টিভঙ্গি থেকে পর্যালোচনা করেছিলেন উপস্থিত বক্তারা। এই উৎসবে আলোচনা হয় বাংলা ভাষার ইতিহাস থেকে তার সমসাময়িক তাৎপর্য, সাহিত্য ও সংস্কৃতিতে ধ্রপদী বাংলা ভাষার ভূমিকা থেকে ডিজিটাল যুগে এ ভাষার প্রাসঙ্গিকতা এবং শিক্ষাক্ষেত্রে তার প্রভাব ইত্যাদি নিয়ে।

অনুষ্ঠানে দেখা গেছিল সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, প্রখ্যাত গায়ক-সঙ্গীত পরিচালক-লেখক অনুপম রায়, বাংলার প্রখ্যাত ইউটিউবার কিরণ দত্ত, অঞ্জন দত্ত, শিলাদিত্য সেন, শতাব্দী রায়, সঞ্জয় মুখোপাধ্যায়, ড. স্বাতী গুহ, অমিতাভ দাস, প্রচেত গুপ্তসহ আরো অনেকে।
‘Oxford Bookstore’-এর এই উদ্যোগ যে সত্যিই অভিনব, তা আর বলার অপেক্ষা রাখে না। দশবছরে পদার্পণ করে, তিনদিন ধরে বেশ জাঁকজমক করেই উদযাপিত হল তাঁদের ‘এপিজে বাংলা সাহিত্য উৎসব’।

Author

  • Shreya Manna

    কলকাতা বিশ্ববিদ্যালয়ে থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতক ডিগ্রি অর্জিত। সাংবাদিকতার জগতে কাজ করার ইচ্ছে প্রবল ছিলো প্রথম থেকেই। অ্যাঙ্করিং, ফিল্ড রিপোর্টিং, ফটোগ্রাফি বিষয়ের অপর সাধারণ জ্ঞান আছে। সংবাদ জগতে বিনোদন বিভাগে কাজ করে থাকেন।

    View all posts Writer

Shreya Manna

কলকাতা বিশ্ববিদ্যালয়ে থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতক ডিগ্রি অর্জিত। সাংবাদিকতার জগতে কাজ করার ইচ্ছে প্রবল ছিলো প্রথম থেকেই। অ্যাঙ্করিং, ফিল্ড রিপোর্টিং, ফটোগ্রাফি বিষয়ের অপর সাধারণ জ্ঞান আছে। সংবাদ জগতে বিনোদন বিভাগে কাজ করে থাকেন।