Entertainment

বিবাহবার্ষিকীতে খুন! থ্রিলার সিরিজে মৈনাক-উপাসনা-প্রান্তিক ত্রয়ী

ওয়েবসিরিজ হোক বা সিনেমা, থ্রিলারের জনপ্রিয়তা বেড়েছে সর্বত্র। এর ওপর আবার সেই থ্রিলার যদি হয় মার্ডার মিস্ট্রি’, তাহলে তো কথাই নেই! এবার ‘Purple-X’ ওটিটি প্ল্যাটফর্মে আসছে টানটান এক থ্রিলার ওয়েবসিরিজ।

জনপ্রিয় অভিনেতা হৃষিকেশ চ্যাটার্জী বিপত্নীক। স্ত্রীর মৃত্যুর কিছুদিন পরে এক রেস্টুরেন্ট তাঁর আলাপ হয় পায়েলের সঙ্গে। পায়েল পেশায় একজন মডেল। হঠাৎ দেখাতেই তাঁদের আলাপ গড়ায় প্রেমের দিকে। বিয়েও করেন তাঁরা। কিন্তু বিপদ থাবা বসায় তৃতীয় বিবাহবার্ষিকীর দিন। সেদিনই মৃত্যু হয় হৃষিকেশের। তাঁর অস্বাভাবিক মৃত্যুর তদন্তভার এসে পড়ে ইন্সপেক্টর সম্রাটের উপর। কীভাবে, আর কোন কারণে চলে যেতে হল হৃষিকেশকে? সেই উত্তর খোঁজার সময়েই তাঁর নজরে আসে একের পর এক রহস্যের জাল।
অয়ন দে পরিচালিত সম্পূর্ণ থ্রিলার এই সিরিজের নাম ‘প্রহেলিকা’। কয়েকদিন আগেই একটি ধারাবাহিকে মুখ্য চরিত্রে মৈনাক বন্দ্যোপাধ্যায়কে দেখেছেন দর্শকেরা। দেখেছেন সিনেমাতেও। তবে এই সিরিজে তাঁর চরিত্র কিন্তু একেবারেই আলাদাধরনের। এই সিরিজে তাঁর চরিত্র একজন পুলিশ অফিসারের (ইন্সপেক্টর সম্রাট)। এছাড়া, সিরিজে দুই মুখ্য চরিত্রে অভিনয় করছেন উপাসনা ঘড়াই এবং প্রান্তিক বন্দ্যোপাধ্যায়। আরো এক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে চলেছে অভিনেতা বুদ্ধদেব ভট্টাচার্য্যকে।
পরিচালক অয়ন দে এই সিরিজ সম্পর্কে জানান, ‘পুরোপুরি থ্রিলারভাবে এই সিরিজটা দেখানো হবে। মার্ডার, রহস্যের বেড়াজালে গল্পের স্রোত এগিয়ে যাবে। এই সিরিজের খুব গুরুত্বপূর্ণ পার্ট হল মিউজিক। আশা করছি গল্পটা দর্শকদের ভালো লাগবে।’

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts

Debasmita Biswas

বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।