Chaalchitro: মুক্তি পেল কলকাতার সবচেয়ে বড় সিনেমার পোস্টার
ডিসেম্বরের প্রেমের মরশুমে আসতে চলেছে বাংলার সাসপেন্স থ্রিলার মুভি ‘চালচিত্র – দ্য ফ্রেম ফ্যাটাল’, যার পরিচালক হলেন প্রীতম ডি গুপ্ত। এখানে অভিনয় করতে দেখা যাবে টোটা রায়চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী, ইন্দ্রজিৎ বোস, রাইমা সেন, স্বস্তিকা দত্ত, ব্রাত্য বসু। এঁদের সঙ্গে থাকবেন শান্তনু মাহেশ্বরী এবং ওপার বাংলার জিয়াউল ফারুক অপূর্ব।
এবার অপেক্ষার হল অবসান। গত ১৩ নভেম্বর ২০২৪ এই ছবির সব থেকে বড় পোস্টার লঞ্চের জন্য অভিনীত তারকাদের আগমন ঘটেছিল। কলকাতার সবচেয়ে বড় সিনেমার পোস্টার নিয়ে টিম চালচিত্র হাজির হয়েছিল, যা দর্শকদের কাছে সত্যিই আকর্ষণীয়। চোখধাঁধানো লুকে রাইমা সেন নিজেকে উপস্থাপন করেছিলেন, পাশাপাশি ছিলেন অনির্বাণ চক্রবর্তী, টোটা রায় চৌধুরী, দেবজ্যোতি মিশ্র, ইন্দ্রজিৎ বসু ও শান্তনু মাহেশ্বরীও। তারকারা তাঁদের নতুন কাজের অভিজ্ঞতা তুলে ধরেছিলেন বিভিন্ন মিডিয়া চ্যানেলের মাধ্যমে।
এই ছবির টিজার রিলিজ হয়েছিল গত ২ অক্টোবর ২০২৪-এ। টিজারে দেখা যায়, কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের চারজন পুলিশের কর্মজীবনের কিছু মুহূর্ত, যেখানে তারা শহর কাঁপানো একাধিক হত্যাকাণ্ডের তদন্ত করতে থাকে। টিজার বেরোনোর পর দর্শকদের উৎসাহ আরো বেড়ে যায়। এরকম একটা সাসপেন্স থ্রিলার মুভি আবারও আসতে চলেছে টলিপাড়ায় এতদিন বাদে।
আপাতত দর্শকদের দিন গোনা শুরু আসন্ন সিনেমা চালচিত্র নিয়ে।