Prime Video: কবে থেকে দেখা যাবে ‘ওয়্যাক গার্লস’? বড় ঘোষণা!
ওটিটিপ্রিয় দর্শকদের মধ্যে প্রাইম ভিডিওর জনপ্রিয়তা গগনচুম্বী। সেই প্রাইম ভিডিওতে নতুন ওয়েবসিরিজ আসা যে নেহাত ছোটখাটো খবর নয়, সে তো স্বাভাবিক। গতকাল, ১৪ই নভেম্বর মুক্তি পেল সেই ওটিটি প্ল্যাটফর্মের আগামী ওয়েবসিরিজ ‘ওয়্যাক গার্লস’-এর ট্রেলার।
নতুন এই ওয়েবসিরিজটি পরিচালনা করেছেন পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত সুনি তারাপুরওয়ালা। সিরিজটির চিত্রনাট্য লিখেছেন ইয়ানাহ বাটিওয়ালা, রনি সেন এবং সুনি স্বয়ং। হাসিকান্না, নাচ এবং ড্রামার মিশেলে তৈরী এই সিরিজের প্রাণকেন্দ্র হল কলকাতার রাস্তা। আমাদের দেশে নাচের একটা প্রায় অজানা ধরন হল ‘ওয়্যাকিং’। সেই নাচের ধরনই মিলেমিশে রয়েছে সিরিজের গল্পের সঙ্গে, সিরিজের প্রধান ছয় চরিত্রের জীবনের সঙ্গে।
এই ছয় তরুণীর প্রত্যেকেই নাচকে ভালবাসে নিঃশর্তে। ব্যক্তিগত জীবনের সমস্যা, পারিবারিক সমস্যা, সামাজিক প্রতিকূলতা – কোনো কিছুই ছাপ ফেলতে পারে না তাদের বন্ধুত্বে, একতায়, নিষ্ঠায়। ছয় তরুণীর জীবনের আলাদা আলাদা গল্পগুলো বাঁধা পড়ে একসুতোয়। ঝরঝরে কাহিনী এগিয়ে চলে পাঞ্চলাইনের যোগ্য সঙ্গতে। সিরিজে কোরিওগ্রাফারের চরিত্রে অভিনয় করছেন মেখলা বোস; নাচের দলটির ম্যানেজারের চরিত্র ফুটিয়ে তুলতে দেখা যাবে ঋতাশা রাঠোরকে। এছাড়াও অনসূয়া চৌধুরি, ক্রিসান পেরেরা, প্রিয়ম সাহা, রুবি শাহ, অচিন্ত্য বোসকে দেখা যাবে এই সিরিজে।
গুরুত্বপূর্ণ তিনটি চরিত্রে দেখা যাবে বরুণ চন্দ, ললিত দুবে এবং প্রয়াত নীতিশ পাণ্ডেকে। নয় পর্বের এই সিরিজ দেখা যাবে আগামী ২২শে নভেম্বর থেকে। ভারতসহ ২৪০টিরও বেশী দেশে প্রিমিয়ার হবে ‘ম্যাটার এন্টারটেনমেন্ট’, ‘চকবোর্ড এন্টারটেনমেন্ট’ ও ‘জিগরি দোস্ত প্রোডাকশন্স’ প্রযোজিত ‘ওয়্যাক গার্লস’। মূল সিরিজটির ভাষা হিন্দি হলেও, ডাবিংয়ে থাকবে তামিল, তেলুগু, মালয়ালাম, ও কন্নড় ভাষা।
সুনি তারাপুরওয়ালা বলেছেন, ‘ওয়্যাকিঙের সঙ্গে প্রেমের বন্ধনে আগেই জড়িয়ে গিয়েছিলাম যখন আমি জানলাম একে কী বলে, মেখোলা বোসের নাচ দেখে।’ প্রাইম ভিডিয়ো, ভারত, হেড অব ওরিজিন্যালস নিখিল মাধোক বলেছেন, ‘প্রথম নজরে, এটা হল নাচের জন্য আবেগের গল্প। কিন্তু এর মূলে, ওয়্যাক গার্লস একটি সর্বজনীন কাহিনি যা সবাইকে উদ্বুদ্ধ করবে যারা স্বপ্ন দেখার সাহস রাখে।’