EntertainmentTV show

Zee Bangla: উচ্ছেবাবুর কামব্যাক, এবার জুটি কার সঙ্গে?

আবার কামব্যাক হতে চলেছে সকলের প্রিয় উচ্ছেবাবুর অর্থাৎ আদৃত রায়ের।
হ্যাঁ ঠিকই ধরেছেন। জি বাংলা নিয়ে আসছে নতুন ধারাবাহিক ‘মিত্তির বাড়ি’, সম্প্রতি মুক্তি পেল তার প্রোমো।


যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে আদৃত রায় এবং পারিজাত চৌধুরীকে। পার্শ্বচরিত্রে আছেন শংকর চক্রবর্তী, দুলাল লাহিড়ী, অনুরাধা রায়, অম্লান মজুমদার, সোনালী চৌধুরী, অনন্যা বন্দ্যোপাধ্যায় এবং আরো অনেকে।
ধারাবাহিকে জোনাকির চরিত্রে আছেন পারিজাত চৌধুরী এবং ধ্রুবর চরিত্রে দেখতে পাওয়া যায় আদৃত রায়কে।
এর আগে আদৃতকে দেখতে পাওয়া গেছিল ‘মিঠাই’ ধারাবাহিকে, সেখানে তিনি মুখ্য ভূমিকায় ছিলেন আর পারিজাতকে দেখা গেছিল বাংলা ওয়েব সিরিজ ‘ইন্দুবালা ভাতের হোটেল’-এ, সেখানে তিনি বাল্যবেলার ইন্দুবালার চরিত্রে অভিনয় করেছিলেন।

এই ধারাবাহিকে দেখা যায়, কলকাতার এক পুরনো পরিবারের গল্প। যেখানে দেখা যায় মিত্তিরবাড়িতে বয়স্ক দাদু ঠাকুমার পাশে নাতি অর্থাৎ গল্পের নায়ক ধ্রুব দাঁড়িয়েছে তার বাবার বিরুদ্ধে গিয়ে খানদানি বাড়ি বাঁচাতে। আর পাশে পাবে দাদু-ঠাকুমারই আশ্রিতা মেয়েটি অর্থাৎ জোনাকিকে যে কিনা গল্পের নায়িকা। জোনাকি এই বাড়িকে সম্পর্কের সুতোয় একসঙ্গে বেঁধে রাখতে চায়। জোনাকি কি পারবে তাঁর উদ্দেশ্যকে সফল করতে? সেই গল্পই বলবে মিত্তিরবাড়ি।
ধারাবাহিকের প্রোমোতে আদৃতকে ‘আই হেট লাই’ বলতে শোনা যায়। এটা শুনে মনে পড়ে ‘মিঠাই’-এর উচ্ছেবাবুর মুখে শোনা ‘আই হেট সুইটস’। এখন দেখার, টিআরপি-তে আগের মতোই খেল দেখাতে পারে কিনা জি বাংলার ‘মিত্তির বাড়ি’।

Author

  • Shreya Manna

    কলকাতা বিশ্ববিদ্যালয়ে থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতক ডিগ্রি অর্জিত। সাংবাদিকতার জগতে কাজ করার ইচ্ছে প্রবল ছিলো প্রথম থেকেই। অ্যাঙ্করিং, ফিল্ড রিপোর্টিং, ফটোগ্রাফি বিষয়ের অপর সাধারণ জ্ঞান আছে। সংবাদ জগতে বিনোদন বিভাগে কাজ করে থাকেন।

    View all posts Writer

Shreya Manna

কলকাতা বিশ্ববিদ্যালয়ে থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতক ডিগ্রি অর্জিত। সাংবাদিকতার জগতে কাজ করার ইচ্ছে প্রবল ছিলো প্রথম থেকেই। অ্যাঙ্করিং, ফিল্ড রিপোর্টিং, ফটোগ্রাফি বিষয়ের অপর সাধারণ জ্ঞান আছে। সংবাদ জগতে বিনোদন বিভাগে কাজ করে থাকেন।