Hoichoi: একেন-জগতে পা ইশার, বেনারসে মহরতের পুজো!
তাঁর নাম শুনলেই বাঙালির মুখে ফুটে ওঠে হাসি। তাঁর প্রবাদের ভুল আর অনর্গল গুল এখন বাঙালির ‘হার্টথ্রব’। যাঁর কথা হচ্ছে, সেই একেনবাবু ফিরছেন আর কিছুদিন পরেই। অবশ্য শুধু ফিরছেন বললে ভুল হবে। বরং বলা ভালো, বড়পর্দায় ফিরছেন। একেন্দ্র সেনের এবারের অভিযানের পোশাকি নাম ‘দ্য একেন: বেনারসে বিভীষিকা’।
নামেই স্পষ্ট, একেনবাবুর এবারের গন্তব্য বেনারস। অবশ্য তিনি তো আর একা যান না কোথাও, তাই সঙ্গে যাওয়ার জন্য ইতিমধ্যেই কোমর বেঁধেছে বাপি আর প্রমথও। সেই ছবিরই শুভ মহরৎ অনুষ্ঠিত হল গত রবিবার, ১৬ই মার্চ। অবশ্য সেই মহরতেও রয়েছে চমক। ছক ভেঙে এবার মহরতের অনুষ্ঠান হল পুণ্যভূমি বেনারসে।
মহরৎ উপলক্ষ্যে বেনারসের মাটিতে হাজির হয়েছিলেন পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়-সহ কলাকুশলীরা। কাশীর বিশ্বনাথ মন্দিরে পুজোও দেন তাঁরা। প্রতিবারের মতোই এবারেও, একেনবাবুর চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা অনির্বাণ চক্রবর্তী। বাপি এবং প্রমথর চরিত্রেও থাকছেন যথাক্রমে সুহোত্র মুখোপাধ্যায় এবং সোমক ঘোষ।
অবশ্য এই তিনমূর্তি ছাড়াও, এবারের ছবিতে রয়েছে বিশেষ চমক। এই ছবির হাত ধরে একেনবাবুর কাহিনির জগতে পা রাখছেন জনপ্রিয় অভিনেত্রী ইশা সাহা। এর আগেও, হইচই-এর সঙ্গে একাধিক কাজ করেছেন ইশা। তবে একেনবাবুর নতুন ছবিতে তাঁকে কোন চরিত্রে পাওয়া যাবে, তা নিয়ে দর্শকদের মধ্যে চলছে গুঞ্জন। ইশা ছাড়াও এই ছবিতে দেখা মিলবে একাধিক তারকার। জানা গিয়েছে, ছবির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে চলেছে শাশ্বত চট্টোপাধ্যায়, বিশ্বনাথ বসু, গৌরব চক্রবর্তী, ঋষভ বসু, দেবেশ চট্টোপাধ্যায় প্রমুখ তাবড় তাবড় অভিনেতাদের।
পৃথিবীর প্রাচীনতম শহরগুলোর মধ্যে একটা হল বারাণসী (বেনারস)। আর সেই শহরের সঙ্গে যেন প্রতিটি বাঙালির রয়েছে আত্মিক যোগ। সত্যজিৎ রায়ের ছবি ‘জয় বাবা ফেলুনাথ’ দেখার পর থেকে বোধহয় আরো বাড়তে থাকে আকর্ষণ। বারাণসীর অলিগলি; অসংখ্য চেনা-অচেনা, বিখ্যাত-অখ্যাত ঘাট; বিশাল বিশাল মন্দির আর গঙ্গার কুলকুল ধ্বনির মধ্যে লুকিয়ে রয়েছে কোন রহস্য! এমন একটি ঐতিহাসিক শহরে এসেও কি বরাবরের মতো বাজিমাত করতে পারবেন একেন্দ্র সেন? নাকি বারাণসীর সরু গলির গোলকধাঁধায় হারিয়ে যাবে আসল সত্য!
প্রয়াত লেখক সুজন দাশগুপ্তর কাহিনি অবলম্বনে তৈরি হয়েছে হইচই-এর (hoichoi) একেনবাবুর সিরিজগুলি। ইতিমধ্যেই ফ্র্যাঞ্চাইজির চারটে সিজন পরিচালনা করেছেন পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়। তাঁর পরিচালনাতেই দু’বার একেনবাবু এসেছেন বড়পর্দাতে। প্রতিটি ওয়েবসিরিজ আর ছবিই হয়েছে জনপ্রিয়। আরো একবার তাঁর পরিচালনায় রুপোলি পর্দায় পা রাখতে চলেছে এই তুমুল জনপ্রিয় চরিত্র।