রহস্যে মোড়া অচেনা ব্যক্তি, কে এই ‘মহারাজ’?

ধরুন, আপনি বাড়ীর কাজ করার জন্য কাউকে খুঁজছেন। আর ঠিক সেই সময়েই, একেবারে ‘গল্প হলেও সত্যি’র রবি ঘোষের চরিত্রের মত অচেনা কেউ যদি হঠাৎ আসে কাজের খোঁজে, কী করবেন? এমনই একটা পরিস্থিতি এবং তার পরবর্তী কিছু জটিলতা নিয়েই আসছে নিরুপম দত্ত পরিচালিত ‘মহারাজ’।

সল্টলেকের তরুণ দম্পতি রাহুল-নন্দিনী দু’জনেই কর্মরত। অফিসের কাজ ভালভাবে সামলাতে পারলেও, বাড়িতে খুব বেশী সময় দিতে পারে না তারা কেউই।
ঘর-গৃহস্থালির কাজে রাহুলের কোনো সাহায্য না পেয়ে, খোঁজ শুরু করে এক গৃহসহায়কের। কিন্তু তারা কাউকে খুঁজে পাওয়ার আগেই, মহারাজ নামে একজন অচেনা ব্যক্তি এসে উপস্থিত হয় তাদের কাছে।
রাহুলের বস তাকে তাদের রান্নার কাজের জন্য পাঠিয়েছেন বলে নিজের পরিচয় দেয় সে। সাজপোশাকে বেশ কিছু অসঙ্গতি সত্ত্বেও, রাহুলের জোরাজুরিতেই তাকে কাজে বহাল করে নন্দিনী। তবে এ সুখ খুব বেশীদিন স্থায়ী হয় না রাহুল-নন্দিনীর জীবনে।
মহারাজের সঙ্গে ইগোর লড়াইতে জড়িয়ে পড়ে নন্দিনী। ছাঁটাই হয় মহারাজ। তবে কিছু পরেই নিজের ভুল বুঝতে পারে নন্দিনী। কিন্তু তারপরেই ঘটে এক অদ্ভুত ঘটনা।
যে রাতে মহারাজ ছাঁটাই হয়, সে রাতেই তিনজায়গায় ঘটে বিস্ফোরণ। জানা যায়, বেশ কিছু দুষ্কৃতী শহরে লুকিয়ে রয়েছে ছদ্মবেশে। রাহুল জানতে পারে, তার বস মহারাজকে পাঠাননি।
তাহলে কে এই মহারাজ! কেনই বা ভুয়ো পরিচয়ে আশ্রয় নিয়েছিল সে? নন্দিনী কি কোনোদিন অকারণ দুর্ব্যবহারের জন্য ক্ষমা চাইতে পারবে তার কাছে!
চলচ্চিত্র জগতে এই ছবির হাত ধরেই প্রথম পা রাখতে চলেছে ‘MUSAFIR STORIES’। ছবিতে অভিনয় করবেন অমৃত গগন চক্রবর্তী, শৌর্য্যদীপ্ত মুখার্জী, গৌরব মুখোটি প্রমুখ।
পরিচালনার সঙ্গে ছবির মিউজিকের দায়িত্বেও রয়েছেন নিরুপম দত্ত। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির টিজার। আশা করা যায়, অন্যধরনের এই পটভূমির উপর তাদের কাজ জনপ্রিয়তা পাবে দর্শকমহলে।

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts
Scroll to Top