Live Entertainment & Love Lifestyle

Saturday, April 19, 2025
Tollywood

গুর্মুখ থেকে গিরীশ ঘোষ, ‘বিনোদিনী’র ট্রেলারেই মন জিতেছেন সকলে

মাত্র তিনটে মিনিট। ছোট্ট ঝলকেই উঠে এল এক টুকরো ঊনবিংশ শতকের ছবি। গতকালই মুক্তি পেয়েছে রামকমল মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘বিনোদিনী – একটি নটীর উপাখ্যান’-এর ট্রেলার। আর তারপরেই উন্মাদনা ছড়িয়েছে দর্শকমহলে।

উনিশ শতকের বাংলায়, পুরুষশাসিত সমাজে, চর্চার কেন্দ্রে উঠে আসা এক সাহসের নাম বিনোদিনী। তাঁর জীবনের গল্প নিয়েই রামকমল মুখোপাধ্যায় তৈরি করেছেন তাঁর নতুন ছবি ‘বিনোদিনী – একটি নটীর উপাখ্যান’। সব বাধাবিপত্তি পেরিয়ে, সম্পূর্ণ নিজের চেষ্টায়, নিজের দক্ষতায় বাংলা থিয়েটারের প্রধান মুখ হয়ে উঠেছিলেন তিনি। কিন্তু সমাজের চোখে তিনি ছিলেন পতিতা, ভ্রষ্টা। তাঁর অভিনয়ের নৈপুণ্যও তুচ্ছ হয়ে গিয়েছিল ‘সমাজের মাথা’দের কাছে।

ছবির ট্রেলারে দেখা মিলেছে বিনোদিনীর জীবনের বিভিন্ন পর্যায়ের। ছোটো থেকেই অভিনয়ের শখ ছিল তাঁর। নাট্যাচার্য গিরীশ ঘোষের সান্নিধ্যে এসে মঞ্চ মাতিয়েছেন। দেখেছেন ঝাঁ-চকচকে অভিনয়জগতের নোংরা রাজনীতি। এসেছেন গুর্মুখ রাই-সহ একাধিক মানুষের সান্নিধ্যে। তাঁর নামেই তৈরি হবে রঙ্গমঞ্চ, এ-কথা দিয়েও রাখেননি তাবড় তাবড় ব্যক্তিত্বেরা। বিনোদিনীর আত্মত্যাগে তৈরি হয়েছে বাংলা থিয়েটারের গর্ভগৃহ ‘স্টার থিয়েটার’। নিজের স্বপ্নপূরণ করতে একের পর এক বাধার সম্মুখীন হতে হয়েছিল তাঁকে। তবুও থামেননি বিনোদিনী। হয়ে উঠেছেন বাংলা থিয়েটারের অন্যতম স্তম্ভ।

ট্রেলারের এই ছোট্ট ঝলকেই মুগ্ধ করেছেন কৌশিক গাঙ্গুলী (গিরীশ ঘোষ) থেকে মীর আফসার আলি (গুর্মুখ রাই) – সকলে। রুক্মিণীর অভিনয়ের প্রশংসায় ভরে উঠেছে কমেন্টবক্স।

ছবিতে বিনোদিনী দাসীকে কিন্তু পরিস্থিতির শিকার হিসেবে দেখানো হয়নি। বরং দেখানো হয়েছে একজন শিল্পী হিসেবে। হাজার প্রতিকূলতা পেরিয়েও যিনি নিজের লক্ষ্যে থাকেন অবিচল। Pramod Films এবং Assorted Motion Pictures-এর প্রযোজনায়, মুক্তি পাচ্ছে Dev Entertainment Ventures নিবেদিত এই ছবি।

ছবিতে রুক্মিণী ছাড়াও রয়েছেন চন্দন রায় সান্যাল, রাহুল বোস, কৌশিক গঙ্গোপাধ্যায়, মীর, চান্দ্রেয়ী ঘোষ, ওম সাহানি, গৌতম হালদার প্রমুখ। ছবির জন্য গবেষণামূলক কাজ করেছেন অভ্র চক্রবর্তী; কাহিনি, চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন প্রিয়াঙ্কা পোদ্দার। ক্যামেরার দায়িত্ব সামলেছেন সৌমিক হালদার, মিউজিকের দায়িত্বে ছিলেন সৌরেন্দ্র-সৌম্যজিৎ।

বিনোদিনী দাসীর জীবন নিয়ে তৈরি এই ছবি মুক্তি পেতে চলেছে আগামী ২৩শে জানুয়ারি।

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts

Debasmita Biswas

বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।