BollywoodEntertainment

গভীর রাত্রে অচেনা লোকের ছুরিকাঘাত, গুরুতর জখম সইফ!

গভীর রাতে বাড়িতে হামলা। এমনকি, ছুরি দিয়ে আঘাতও করা হয়েছে বিখ্যাত অভিনেতা সইফ আলি খানকে। সাতসকালে এমন খবরে যারপরনাই স্তম্ভিত দেশবাসী।

রাত তখন আড়াইটে। সইফের মুম্বইয়ের বাড়িতে ঢোকে এক অচেনা ব্যক্তি। কথা কাটাকাটি শুরু হয় সইফের পরিচারকের সঙ্গে। জানা যাচ্ছে, তা থামাতে গিয়েই আহত হন সইফ। একবার-দু’বার নয়, পরপর ছ’বার ছুরি দিয়ে আঘাত করা হয়েছে অভিনেতাকে। গলায় ছিল গভীর ক্ষত, পিঠেও গেঁথে ছিল কোনো ধারালো অস্ত্র। রাত সাড়ে তিনটে নাগাদ মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।

চিকিৎসকেরা জানিয়েছেন, আপাতত বিপদ কেটে গিয়েছে সইফের। বান্দ্রা পুলিশ দায়ের করেছে FIR-ও। কিন্তু তবুও ভীতি রয়ে যাচ্ছে মানুষের মনে। মুম্বইয়ের বান্দ্রায় একটি ‘হাই সিকিউরিটি’ এলাকায়, স্ত্রী করিনা কাপুর এবং বাচ্চাদের নিয়ে থাকেন ৫৪ বছর বয়সী এই অভিনেতা। সেখানে কোনো ব্যক্তি গভীর রাতে কীভাবে অস্ত্র-হাতে ঢুকতে পারে, সেই নিয়ে রয়েছে ধোঁয়াশা।

জানা গিয়েছে, পরিবারের বাকি সদস্যদের কোনো ক্ষতি হয়নি। শিবসেনার মন্ত্রী প্রিয়াঙ্কা চতুর্বেদী প্রশ্ন তোলেন, যদি তারকারাই সুরক্ষিত না হন, তাহলে মুম্বইয়ের সাধারণ মানুষের নিরাপত্তার কী অবস্থা! তিনি বলেন, ‘বাবা সিদ্দিকীর পরিবার এখনো বিচারের অপেক্ষায়। সলমন খানকে একটা বুলেটপ্রুফ বাড়িতে থাকতে হচ্ছে। আর এবার সইফ আলি খানের বাড়িতে হামলা!’

কেবলই কি চুরি? নাকি এই হামলার পিছনে রয়েছে অন্য কোনো ষড়যন্ত্র, তা খতিয়ে দেখবে পুলিশ। ইতিমধ্যেই সইফের বাড়ির তিন পরিচারককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts

Debasmita Biswas

বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।