Live Entertainment & Love Lifestyle

Thursday, April 17, 2025
Tollywood

মুক্তি পেল ফার্স্টলুক, কবে আসছে সৌরভ-সৌমিতৃষার ছবি?

২০২৪ সালের ১০ই জুন মুক্তি পেয়েছিল ছবির পোস্টার। আর সম্প্রতি জানা গেল সেই ছবি মুক্তির তারিখ। রূপক চক্রবর্তী পরিচালিত সেই ছবিতে মুখ্য দুই চরিত্রে অভিনয় করছেন সৌরভ দাস এবং সৌমিতৃষা কুণ্ডু। কথা হচ্ছে, থ্রিলার আর প্রেমের মোড়কে তৈরি এই ছবি ‘১০ই জুন’ নিয়ে।

এই ছবির হাত ধরেই প্রথমবার জুটি বাঁধতে চলেছেন সৌরভ আর সৌমিতৃষা। ছবিতে সৌমিতৃষার চরিত্রের নাম মিতালি। সদ্য কলেজের গণ্ডি পেরিয়েছে সে। এক সকালে সে বাড়িতে একা। আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে আচমকা বাড়ীতে ঢুকে পড়ে এক যুবক (সৌরভ দাস)। নিজের পরিচয় সে দেয় খুনি বলে! জানায়, পুলিশের হাত থেকে বাঁচতেই আশ্রয় নিয়েছে সে। যুবকের অতীত, মিতালির কৌতূহল, সব কিছুর সঙ্গে কীভাবে জড়িয়ে রয়েছে একটা নির্দিষ্ট তারিখ? সেই উত্তরই লুকিয়ে থাকবে ছবির মধ্যে।

সানি খান এবং অনুপ সাহা প্রযোজিত, সান ভেঞ্চার নিবেদিত এই ছবির ফার্স্টলুকও মুক্তি পেয়েছে সম্প্রতি। রিভলবার আর গোলাপের মিশেলে তৈরি হয়েছিল ছবির পোস্টার। ফার্স্টলুকেও ‘রাফ অ্যান্ড টাফ’ নায়কের সঙ্গে দেখা মিলল মিষ্টি নায়িকার। পরিচালনার পাশাপাশি ছবির গল্প, চিত্রনাট্য এবং সংলাপও লিখেছেন রূপক চক্রবর্তী। সৌরভ-সৌমিতৃষা ছাড়াও অভিনয় করতে দেখা যাবে কৌশিক সেন, ঋষভ চক্রবর্তী, মৌসুমী দাস-সহ অনেককেই।

কেবল থ্রিলার নয়, নির্মাতারা জানিয়েছেন এই গল্পে থাকবে ভালোবাসার ছোঁয়াও। কলকাতার পাশাপাশি উত্তরবঙ্গেও হয়েছে ছবির শ্যুটিং। অন্যধারার এই ছবিটি মুক্তি পেতে চলেছে আগামী ২১শে ফেব্রুয়ারি।

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts

Debasmita Biswas

বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।