Raktabeej 2: এবার কার সঙ্গে লড়বেন আবীর-মিমি?
একের পর এক ছক্কা হাঁকাচ্ছে ‘উইন্ডোজ’। চলতি বছরের গরমের ছুটিতে আসতে চলেছে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘আমার বস’। বড়দিনে আসছে ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’। এই দুই ছবির কথা জানা গিয়েছিল আগেই। এবার জানা গেল আরেক বড়ো খবর। আসছে ‘রক্তবীজ’ ছবির সিক্যোয়েল, ‘রক্তবীজ ২’।
গতকাল, ২৬শে জানুয়ারি, সাধারণতন্ত্র দিবসে মুক্তি পেয়েছে ছবির মোশন পোস্টার। সেই পোস্টেই প্রযোজনা সংস্থার তরফ থেকে জানানো হয় ‘রক্তবীজ ২’ ছবির কথা। ক্যাপশনে তাঁরা লেখেন, ‘রক্তবীজের এক বিন্দু রক্ত মাটিতে পড়লে, সেখান থেকে জন্ম নেয় হাজার হাজার রক্তবীজ।’
মোশন পোস্টারে দেখা যাচ্ছে আবীর চট্টোপাধ্যায় এবং মিমি চক্রবর্তীকে। তবে আরো একজনের অবয়ব দেখা গিয়েছে সেই ভিডিওতে। যদিও মুখ দেখা যায়নি তাঁর। শোনা যাচ্ছে, এই ছবিতে নাকি একেবারেই নতুন অবতারে ধরা দিতে চলেছেন সোহম। তবে অবয়বটি আদৌ সোহমের কিনা, বা ছবিতে তাঁর চরিত্রটি ঠিক কেমন, সে-ব্যাপারে ধোঁয়াশা রয়েছে এখনো।
২০২৩ সালের পুজোয় মুক্তি পেয়েছিল ‘রক্তবীজ’। খাগড়াগড় বিস্ফোরণের মত এক সত্য ঘটনা নিয়ে তৈরি হয়েছিল এই ছবি। দুই অফিসারের (পঙ্কজ-সংযুক্তা) চরিত্রে নজর কেড়েছিলেন আবীর-মিমি। জনপ্রিয় হয়েছিল তাঁদের রসায়নও। খাগড়াগড় বিস্ফোরণকাণ্ড নিয়ে তৈরি সেই ছবিতে অন্যরকমভাবে ধরা দিয়েছিলেন জনপ্রিয় বর্ষীয়ান অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়। ভারতের প্রাক্তন রাষ্ট্রপতির চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। অনসূয়া মজুমদার, অম্বরীশ ভট্টাচার্য, কাঞ্চন মল্লিক, তনুশ্রী শঙ্কর থেকে শুরু করে সত্যম ভট্টাচার্য, দেবলীনা কুমার, দেবাশীষ মণ্ডল পর্যন্ত বহু তারকার উপস্থিতি ছিল সেই ছবিতে। যথেষ্ট জনপ্রিয়ও হয়েছিল ‘উইন্ডোজ’-এর প্রথম থ্রিলার ছবি।
হিন্দি, বাংলা এবং ইংরেজি, তিন ভাষাতেই অভিনয় করেছেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়। রোমান পোলানস্কি, জেরি লন্ডন, শ্যাম বেনেগাল, রাম গোপাল ভার্মা, মৃণাল সেন, সত্যজিৎ রায়ের মত তারকা পরিচালকদের সঙ্গে কাজ করেছেন তিনি। সত্যজিত রায়ের ‘শতরঞ্জ কি খিলাড়ি’ ও ‘ঘরে বাইরে’ এবং মৃণাল সেন পরিচালিত ‘মহাপৃথিবী’ ছবিতে অভিনয় করেছেন ভিক্টর। শুধু দর্শকদের ভালোবাসাই নয়, সুদীর্ঘ কেরিয়ারজীবনে অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায় পেয়েছেন অসংখ্য বিখ্যাত পুরস্কার।
সেই ছবিরই সিক্যোয়েল আসছে দু’বছর পর। ২০২৫ সালের পুজোয় ফের বড়পর্দার দখল নেবে পঙ্কজ-সংযুক্তা। নন্দিতা রায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিও যে দর্শকদের মন কাড়তে পারবে সহজেই, তা আর বলার অপেক্ষা রাখে না!