Live Entertainment & Love Lifestyle

EntertainmentMusic

মা সরস্বতীর বন্দনা করলেন শ্রেয়া, সুরে বাঁধলেন স্তোত্র

অনেকে বলেন, তাঁর কণ্ঠে নাকি বাস স্বয়ং মা সরস্বতীর। বিভিন্ন ঘরাণার একের পর এক গানে তিনি বরাবর মুগ্ধ করেছেন শ্রোতাদের। এবারের সরস্বতী পুজোয় সেই শ্রেয়া ঘোষালকে ঘিরেই এক বড় খবর। সম্প্রতি ইউটিউবে মুক্তি পেয়েছে তাঁর নতুন গান ‘সরস্বতী বন্দনা’।

আজ বসন্তপঞ্চমী। বিদ্যা, জ্ঞান, শিল্প, সঙ্গীতের দেবী সরস্বতীকে শ্রদ্ধা জানানোর দিন। তাঁর আরাধনা করার দিন। আর তার আগেই, নিজের ভক্তদের একটা দারুণ উপহার দিলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল। দেবীকে শ্রদ্ধা জানিয়ে বাঁধলেন গান। চিরন্তন সরস্বতী-বন্দনাকেই এক অপূর্ব রূপ দিয়েছেন তিনি। শান্ত, পবিত্র অথচ আকর্ষণীয় সুরে বাঁধা এই গান জোগাবে প্রাণের আরাম। স্নিগ্ধ, মনোরম পুজোর সকালকে আরো মনোমুগ্ধকর করে তুলবে তাঁর এই প্রয়াস। ইতিমধ্যেই যথেষ্ট জনপ্রিয় হয়েছে তাঁর ‘সরস্বতী বন্দনা’।

কেবল কণ্ঠ নয়, এই গানের ভিস্যুয়ালেও দেখা মিলেছে শ্রেয়ার। অপূর্ব, সাবেকি সাজে সকলের নজর কেড়েছেন তিনি। কথায় বলে, গঙ্গাপুজো হয় গঙ্গাজলেই। সেই আপ্তবাক্য মেনেই হয়তো শ্রেয়া সঙ্গীতের দেবীকে শ্রদ্ধা জানালেন সঙ্গীতের মধ্য দিয়ে। অপূর্ব এই গান যেন প্রাণ পেয়েছে তাঁর সুমধুর কণ্ঠে। এই গানটি কম্পোজ করেছেন শ্রেয়া স্বয়ং। তাঁকে যোগ্য সঙ্গত দিয়েছেন সঙ্গীত প্রযোজক কিঞ্জল চট্টোপাধ্যায়।

নিজের দক্ষতা, যোগ্যতার জোরে দেশে-বিদেশে অর্জন করেছেন তুমুল জনপ্রিয়তা। বর্তমানসময়ের প্রথমসারির গায়িকাদের তালিকার প্রথমদিকেই থাকেন তিনি। চিরকালীন এই প্রার্থনার সঙ্গে সুরের ইন্দ্রজাল মিশিয়ে এক ঐশ্বরিক আবহ তৈরি করেছেন শ্রেয়া। বাগদেবীর আরাধনার এই অনন্য উপায়ে মুগ্ধ শ্রেয়া-ভক্তরা।

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts

Debasmita Biswas

বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।