Live Entertainment & Love Lifestyle

EntertainmentTollywood

Raghu Dakat: সরস্বতী পুজোর পুণ্যলগ্নে নতুন ছবির মহরৎ

আজ, ২রা ফেব্রুয়ারি ছিল শিল্পের দেবী সরস্বতীর পুজো। আর সেই পুজোর পুণ্যলগ্নেই সম্পন্ন হল সুপারস্টার দেবের আগামী ছবি ‘রঘু ডাকাত’-এর শুভ মহরৎ।

বড় বাজেটের ছবি ‘রঘু ডাকাত’। সেই ছবি ঘিরে প্রত্যাশাও অনেক। স্বাভাবিকভাবেই ছবিতে রয়েছেন একাধিক উজ্জ্বল তারকা। পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায় এবং সুপারস্টার দেব-সহ, এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেই অভিনেতা-অভিনেত্রীরাও।

নিষ্ঠা ভরে সম্পন্ন হয়েছে পুজো। পুজোর শেষে ঈশ্বরের আশীর্বাদ নিয়েছেন কলাকুশলীরা। তুলেছেন বেশ কিছু ছবিও। ইতিমধ্যেই সমাজমাধ্যমে বেশ জনপ্রিয় হয়েছে সেইসব ছবি।

ভারতবর্ষের বুকে তখন চরম অরাজকতা। ব্রিটিশবাহিনীর অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাংলা। সেইসময়, ইংরেজদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল ‘রঘু ডাকাত’। সেই কিংবদন্তী চরিত্রকে নিয়েই তৈরি এই ছবি। নতুন বছরের প্রথমদিনেই মুক্তি পেয়েছিল ছবির পোস্টার।

সেই পোস্টারে দেখা মিলেছিল সুপারস্টারের সাহসী, অপ্রতিরোধ্য চাহনির। জানা গিয়েছিল ছবি মুক্তির তারিখও। ছবিতে দেব ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অনির্বাণ ভট্টাচার্য্য, সোহিনী সরকার, ইধিকা পাল এবং রূপা গঙ্গোপাধ্যায়।

বরাবরই দুর্দান্ত সব ছবি মুক্তি পেয়েছে ‘SVF’-এর হাত ধরে। ‘Dev Entertainment Ventures’-এর প্রযোজনাতেও মুক্তি পেয়েছে একাধিক জনপ্রিয় ছবি। তবে এবার হাত মিলিয়েছে এই দুই বড় প্রযোজনা সংস্থা। দেবের এই ছবি যৌথভাবে প্রযোজনা করছে Dev Entertainment Ventures এবং SVF। দেবের হাত ধরেই ফের জেগে উঠেছে বাংলা চলচ্চিত্র জগতের বাণিজ্যিক ঘরাণা। নতুন এই বাণিজ্যিক ছবিটি মুক্তি পেতে চলেছে চলতি বছরের দুর্গাপুজোয়।

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts

Debasmita Biswas

বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।