Live Entertainment & Love Lifestyle

Sunday, April 27, 2025
Bollywood

Vicky Kausal: নতুন ছবির প্রচারে কলকাতায় ভিকি, বললেন বাংলাও

বাঙালি তো বটেই, অবাঙালি বহু শিল্পীরও প্রাণের শহর তিলোত্তমা। আর সম্প্রতি, সেই শহরেই পা পড়ল জনপ্রিয় অভিনেতা ভিকি কৌশল। প্রচার করলেন তার নতুন ছবি ‘ছাবা’র।

আর মাত্র হাতে গোনা কয়েকদিন। তার পরেই মুক্তি পাবে ‘ছাবা’। সেই ছবির সাংবাদিক সম্মেলন ছিল প্রিয়া সিনেমাহলে। সেই সাংবাদিক সম্মেলনেই উপস্থিত হয়েছিলেন অভিনেতা। তবে তারও আগে তিনি গিয়েছিলেন নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজিতে। হুডখোলা গাড়িতে তাঁকে দাঁড়িয়ে থাকতে দেখা গেল নমস্কারের ভঙ্গিতে। গাড়ির ওপরে উঠে ভক্তদের দিকে তাকিয়ে হাতও নেড়েছেন অভিনেতা। প্রচারের সময় বাংলাভাষাও শোনা গেল তাঁর কণ্ঠে। তিনি বলেন, ‘ভ্যালেন্টাইনস ডে না, ছাবা দিবস আসছে।’

এর আগে একাধিক ঐতিহাসিক, বা সত্য ঘটনা অবলম্বনে তৈরি ছবিতে অভিনয় করেছেন ভিকি। তাঁর নতুন ছবিটিও ব্যতিক্রম নয়। ছত্রপতি শিবাজীর পুত্র, ছত্রপতি সম্ভাজির জীবন নিয়ে তৈরি ‘ছাবা’। লক্ষ্মণ উটেকর পরিচালিত এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে রশ্মিকা মান্দানা, অক্ষয় খান্নার মতো অভিনেতা-অভিনেত্রীদের।

আগামী ১৪ই ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘ছাবা’। প্রত্যেককে নিজের পরিবারের সঙ্গে, বন্ধুদের সঙ্গে গিয়ে এই ছবি দেখার আর্জি জানিয়েছেন ভিকি। ভালোবাসার দিন কি তবে সত্যিই হয়ে উঠেছে ‘ছাবা দিবস’, উত্তর মিলবে আর দিনকয়েক পরেই।

প্রতিবেদনটি সবাইকে শেয়ার করুন ….

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts

Debasmita Biswas

বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।