বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালে পাড়ি সুদীপ্ত সেন প্রযোজিত ‘চড়ক’-এর
সুদীপ্ত সেন, নাম শুনলেই মনে পড়ে ‘দ্য কেরালা স্টোরি’র কথা। জনপ্রিয় তো বটেই, বক্সঅফিসে যথেষ্ট আয়ও হয়েছিল সেই ছবির। এবার তাঁর প্রযোজিত নতুন ছবি ‘চড়ক’ পাড়ি দিচ্ছে বার্লিন চলচ্চিত্র উৎসবে।
একুশ শতকে দাঁড়িয়েও, পৃথিবীর বুক থেকে হারিয়ে যায়নি অন্ধবিশ্বাস আর কুসংস্কারের পদচিহ্ন। এখনো বহু জায়গাতেই বহাল রয়েছে বলিপ্রথা। সহজ-সরল মানুষকেও এক লহমায় নৃশংস করে তোলে এই অন্ধবিশ্বাস। এমনই এক অতিসাধারণ সন্তানহীন দম্পতি সুকুমার আর বিমলা। সন্তানলাভের জন্য সবকিছু করতেই রাজি পেশায় অটোচালক সুকুমার। যায় এক অঘোরীর কাছেও। ওদিকে, চড়কের মেলা থেকে দুই শিশু উধাও হয়ে যায় আচমকা। পরে, উদ্ধার হয় একজনের দেহ। ক্রমশ দানা বাঁধে রহস্য।
অন্ধবিশ্বাস আর মানবিকতার দ্বন্দ্বের গল্পই বলবে ‘চড়ক’। ছবিটি পরিচালনা করেছেন শিলাদিত্য মৌলিক। প্রযোজক সুদীপ্ত সেন বলেন, ‘আন্তর্জাতিক স্তরে এই ছবির একটা আবেদন রয়েছে। আধুনিক ভারতে এমন কিছু জায়গা আছে, যাদের খবর জানা যায় না, অথচ সে-সব জায়গায় কুসংস্কার আর অন্ধবিশ্বাস শেকড় গেড়ে বসে আছে। বিশ্বাস খুব জটিল একটা বিষয়, এটা যেমন অনুপ্রাণিত করে, তেমনই এগিয়ে দেয় ধ্বংসের দিকে।’
পরিচালক শিলাদিত্য মৌলিক বলেন, ‘দর্শকদের ওপর বেশ প্রভাব ফেলবে এই ছবির গল্প বলার ধরন। ভক্তি আর অন্ধবিশ্বাসের মধ্যেকার সূক্ষ্ম পার্থক্যটাই আমি এখানে ধরতে চেয়েছি।’
ছবিতে অভিনয় করেছেন শহীদুর রহমান, শশীভূষণ, অঞ্জলি পাটিলের মতো দক্ষ কলাকুশলীরা। শিশুবলি থেকে শুরু করে একাধিক ভয়ঙ্কর বিশ্বাসের কাহিনি বোনা হয়েছে এই ছবিতে। ৭৫তম বার্লিন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হতে চলেছে ‘চড়ক’। সংবেদনশীল বিষয় নিয়ে তৈরি এই ছবি দর্শকদের মনে দাগ কাটবে বলেই আশা করা যায়।