Live Entertainment & Love Lifestyle

Saturday, April 26, 2025
Bollywood

Netflix: রাজনীতি আর অন্ধকার দুনিয়ার মাঝে ‘খাকি’-র রাজ!

অপরাধের অন্ধকার জগত ঢাকা থাকে রাজনীতির চাদরে, এমন একটা কথা বেশ প্রচলিত। এবার সেই ‘ট্রেন্ড’ ভাঙতেই নেটফ্লিক্স (Netflix) ওটিটি প্ল্যাটফর্মে আসছে ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’। আর সেই ওয়েবসিরিজের ট্রেলার মুক্তি পেল গতকাল, ৫ই মার্চ।

আড়াইমিনিটের এই ট্রেলারে রয়েছে একের পর এক চমক। প্রত্যেকটি দৃশ্যে নজর কেড়েছেন বঙ্গসন্তানেরা। অ্যাকশনে ভরপুর এই ঝলকে বাস্তব দুনিয়ার স্পর্শ লেগে রয়েছে গভীরভাবে। সিরিজের প্রেক্ষাপট ২০০২ সালের মহানগর। কুখ্যাত গ্যাংস্টার শঙ্কর বড়ুয়া ওরফে বাঘার ভয়ে সকলে তটস্থ। অথচ দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদের রক্ষাকবচ এড়িয়ে তাকে ছুঁতেও পারে না কলকাতার পুলিশের দল। সেই কাজেই তাদের সাহায্য করতে এসেছেন অফিসার অর্জুন মৈত্র। কী হবে এবার, সেই গল্পই বলবে ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’।

বেশ কিছুদিন আগেই মুক্তি পেয়েছিল ‘খাকি: দ্য বিহার চ্যাপ্টার’। বিহারের এক কুখ্যাত গ্যাংস্টারকে ধরার কাহিনি নিয়ে তৈরি হয়েছিল সেটি। তবে তার সিক্যোয়েল হলেও, ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’ কিন্তু একেবারেই অন্যরকম। জানা গিয়েছে, বাস্তব কোনো ঘটনা নয়, নীরজ পাণ্ডের এবারের সঙ্গী ‘ফিকশন’।

বাংলার বুকেই বোনা হয়েছে এই কাহিনির বীজ। তাই ওয়েবসিরিজের বেশিরভাগ অংশ জুড়েই দেখা গেল বাঙালিদের রাজত্ব। সিরিজের মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সুপারস্টার জিৎ, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, মিমো চক্রবর্তী, চিত্রাঙ্গদা সিং, ঋত্বিক ভৌমিক, আদিল খান, চিত্রাঙ্গদা সিংহ, পুজা চোপড়া, আকাঙ্খা সিংহ, শ্রদ্ধা দাস-সহ তাবড় অভিনেতা-অভিনেত্রীরা। ট্রেলারে একমুহূর্তের জন্য দেখা মিলেছে অভিনেতা শুভাশিষ মুখোপাধ্যায়েরও।

শাশ্বত, পরমব্রত বা প্রসেনজিৎ – এই তিন চাটুজ্যেই এর আগেও কাজ করেছেন বলিউডে। তবে এই ওয়েবসিরিজের হাত ধরে বলিপাড়ায় ডেবিউ করছেন সুপারস্টার জিৎ। জিতেন্দ্র মদনানি, তবে সুপরিচিত জিৎ নামেই। অভিনয়জগতে পা রেখেছিলেন অনেক আগেই। তারপর, ২০০২ সালে ‘সাথী’ ছবির হাত ধরে টলিউডে ডেবিউ করেন তিনি। একটা সময় পর্যন্ত বাংলা বাণিজ্যিক ছবির অন্যতম সমার্থক ছিলেন সুপারস্টার জিৎ। তবে অভিনেতা হিসেবে বেশি খ্যাতি পেলেও, বেশ কিছু শো-তে সঞ্চালকের ভূ্মিকাও পালন করেছেন জিৎ।

অ্যাকশন-থ্রিলার এই ওয়েবসিরিজটি পরিচালনার দায়িত্বে আছেন দেবাত্ম মণ্ডল এবং তুষারকান্তি রায়। দেবাত্ম মণ্ডল ছাড়াও, সিরিজের কাহিনি লিখেছেন নীরজ পাণ্ডে এবং সম্রাট চক্রবর্তী। সিরিজের সঙ্গীত পরিচালনার দায়িত্ব রয়েছে জনপ্রিয় সুরকার-গীতিকার জিৎ গঙ্গোপাধ্যায়ের হাতে।

ইতিমধ্যেই দশ লক্ষাধিক মানুষ দেখেছেন সিরিজটির ট্রেলার। কমেন্ট সেকশন ভরে গিয়েছে অনুরাগীদের ভালোবাসায়। আগামী ২০শে মার্চ মুক্তি পেতে চলেছে ওয়েবসিরিজ ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’।

প্রতিবেদনটি সবাইকে শেয়ার করুন ….

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts

Debasmita Biswas

বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।