Live Entertainment & Love Lifestyle

Wednesday, March 19, 2025
EntertainmentTollywood

Raghu Dakat: পুজোর প্রস্তুতি, ১০০ ফুটের সেটে শুরু হল শ্যুটিং

সরস্বতীপুজোর পুণ্যলগ্নে হয়েছিল ছবির শুভ মহরৎ। গতকাল, ১৬ই মার্চ শুরু হল সুপারস্টার দেব অভিনীত, পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত ছবি ‘রঘু ডাকাত’-এর শ্যুটিং।

চলতি বছরের পুজোয় মুক্তি পেতে চলেছে ‘রঘু ডাকাত’। সেই ছবিরই শ্যুটিং শুরু হল এবার। ১০০ ফুটের সেটে হচ্ছে ছবির শ্যুটিং। শ্যুটিং শুরু হওয়ার খবর জানিয়ে ছোট একটি ভিডিও-ও ইউটিউবে পোস্ট করেছেন নির্মাতারা। আর সেই ভিডিওর কমেন্ট সেকশন ভরে গিয়েছে প্রশংসাসূচক বাক্যে।

ছবিটি ঘিরে প্রথম থেকেই রয়েছে যথেষ্ট উন্মাদনা। দেবের লুকে আগেই মুগ্ধ হয়েছিলেন দর্শকেরা। ছবির শ্যুটিং শুরু হওয়ার খবরে তাদের উত্তেজনা বেড়েছে আরো অনেকটাই। অবশ্য কেবলই তারকাদের সমাবেশের জন্য নয়, এ ছবির বিষয়বস্তুও দর্শকদের আকর্ষণের অন্যতম কারণ। ইতিহাসের এক রক্ত-মাংসের চরিত্রকে নিয়েই বোনা হয়েছে এই ছবির গল্প।

ভারতবর্ষের বুকে তখন চরম অরাজকতা। ব্রিটিশবাহিনীর অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাংলা। সেইসময়, অত্যাচারী ইংরেজ শাসকদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল ‘রঘু ডাকাত’। পাশে দাঁড়িয়েছিল অত্যাচারিতের। সেই কিংবদন্তী চরিত্রকে নিয়েই তৈরি এই ছবি। ২০২১ সালে, কালীপুজোর আগে জানা গিয়েছিল এই ছবির কথা। মুক্তি পেয়েছিল ছবির একটি মোশন পোস্টারও। সেই মোশন পোস্টারে দেখা মিলেছিল ‘রঘু’র। মশাল হাতে, পিছন ফিরে দাঁড়িয়ে রয়েছে সে। পরনে সাদা ধুতি, মাথায় লাল কাপড়ের ফেট্টি।

নতুন বছরের প্রথমদিনেই মুক্তি পেয়েছিল ছবির পোস্টার। দুর্দান্ত সেই পোস্টারে দেখা যাচ্ছে কালো কাপড়ে ঢাকা একটা মুখ। সেই কাপড়ের উপর দিয়ে উঁকি দিচ্ছে তার চোখ। সাহসী, অপ্রতিরোধ্য চাহনি লুকিয়ে রয়েছে সেই চোখে। কপালে রক্ততিলকের চিহ্ন। ছবিতে সুপারস্টারের ‘লুক’ ঠিক কেমন হতে পারে, এ ছবি যেন ছিল তারই আভাস।

বরাবরই দুর্দান্ত সব ছবি মুক্তি পেয়েছে ‘SVF’-এর হাত ধরে। ‘Dev Entertainment Ventures’-এর প্রযোজনাতেও মুক্তি পেয়েছে একাধিক জনপ্রিয় ছবি। চলতি বছরেও দুই প্রযোজনা সংস্থা থেকেই মুক্তি পেয়েছে একাধিক জনপ্রিয় ছবি। বক্সঅফিসেও যথেষ্ট সাফল্যের মুখ দেখেছে ছবিগুলি। তবে এবার হাত মিলিয়েছে এই দুই বড় প্রযোজনা সংস্থা।

দেবের এই ছবি যৌথভাবে প্রযোজনা করছে Dev Entertainment Ventures এবং SVF। বড় বাজেটের ছবি ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত ‘রঘু ডাকাত’। সেই ছবি ঘিরে প্রত্যাশাও অনেক। ছবিতে দেব ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অনির্বাণ ভট্টাচার্য্য, সোহিনী সরকার, ইধিকা পাল এবং রূপা গঙ্গোপাধ্যায়।

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts

Debasmita Biswas

বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।