Live Entertainment & Love Lifestyle

Saturday, April 26, 2025
Tollywood

বড়পর্দায় মুখোমুখি বিশ্বনাথ-ভাস্বর, সম্পর্কের গল্পে কে হবেন ‘অসহ্য’!

দিন যত এগোচ্ছে, ততই যেন ইঁদুরদৌড়ের প্রতিযোগী থেকে আমরা হয়ে যাচ্ছি যন্ত্র। অপশন বাড়ার সঙ্গে সঙ্গে, ক্রমশ কমছে ভাবনাচিন্তার ক্ষমতা, কমছে সহ্যশক্তি। আর ঠিক সেই সময়ে দাঁড়িয়েই ঘোষিত হল সম্পর্কের গল্প নিয়ে বোনা একটি ছবির নাম, ‘অসহ্য’।

ছবিটি পরিচালনা করছেন দীপান্বিতা সেনগুপ্ত। ছবির মুখ্য চরিত্রে অভিনয়ও করবেন তিনিই। তিনি ছাড়াও, এই ছবির আরো দুটি মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে জনপ্রিয় দুই অভিনেতাকে। তাঁরা হলেন বিশ্বনাথ বসু এবং ভাস্বর চট্টোপাধ্যায়। বহুদিন থেকেই ছোটপর্দার এক অন্যতম জনপ্রিয় মুখ ভাস্বর চট্টোপাধ্যায়। অন্যদিকে, বিশ্বনাথ বসুকেও বেশিরভাগ ছবিতেই হাস্যরস তৈরি করতে দেখেছেন মানুষ। কিন্তু এই ছবিতে তাঁদের চরিত্র দু’টি একেবারেই অন্যরকম।

ছবির একেবারে কেন্দ্রে আছে এক দম্পতি, রাই এবং বর্ণ। তাঁদের দাম্পত্য পনেরো বছরের। বছর চোদ্দর এক সন্তানও রয়েছে। কিন্তু বর্ণর ব্যবহারে, আচার-আচরণে ক্রমশ হাঁপিয়ে উঠছে রাই। মুক্তির আশায় সে চাইছে এই জীবন থেকে বেরোতে। চাইছে বিবাহবিচ্ছেদ। অন্যদিকে, রাইয়ের কলেজের বন্ধু অনুভব। স্বভাবে সে বেশ খোলামেলা এবং নিরপেক্ষ। কলেজের সেই বন্ধুকে নিজের সমস্যাবহুল জীবনের সব কথাই জানায় সে। আর তারপরেই এক অপ্রত্যাশিত উত্তর সে পায় বন্ধুর থেকে। তছনছ হয়ে যায় তার জীবনবোধ। কী এমন বলে অনুভব! উত্তর লুকিয়ে আছে দীপান্বিতা সেনগুপ্ত পরিচালিত নতুন এই ছবিতে। ছবিতে রাই এবং বর্ণ মিত্রের চরিত্রে অভিনয় করছেন দীপান্বিতা এবং ভাস্বর। রাইয়ের বন্ধু অনুভবের ভূমিকায় অভিনয় করছেন বিশ্বনাথ বসু।

এই যুগ আসলে ‘শর্টস’ আর ‘রীলস’-এর। কয়েকমুহূর্তের পছন্দ বা অপছন্দের উপর নির্ভর করে সোয়াইপ। নিমেষে বদলে ফেলা যায়, ছেঁটে ফেলা যায় অপছন্দটুকুকে। আর এর প্রভাব পড়ছে নিত্যদিনের সামাজিক জীবনেও। কমছে ধৈর্য্য। ভালোবাসার সম্পর্কও রেহাই পাচ্ছে না এই অসহিষ্ণুতার কোপ থেকে। উদ্বেগের এই পরিস্থিতির গল্পই বলবে ‘অসহ্য’। তবে ছবিটি নিয়ে পরিচালকের স্বপ্নের পরিসর কিন্তু বেশ বড়ো। তিনি জানান, ‘ছবিটিতে ভাটিয়ালি গান রয়েছে। মানুষের মনের কথা বলবে এই ছবি। মুক্তির আগে জাতীয় ও আর্ন্তজাতিক স্তরের চলচ্চিত্র উৎসবগুলোতে ছবিটি পাঠাতে চাই।’

ছবির শ্যুটিং শেষ হয়ে গিয়েছে চলতি মাসে। কেবল কলকাতা নয়, শ্যুটিং হয়েছে বাঁকুড়া জেলাতেও। ভাস্বর, দীপান্বিতা ও বিশ্বনাথ ছাড়াও, এই ছবিতে দেখা মিলবে নতুন প্রজন্মের তিন শিল্পী সপ্তর্ষি, মহাশ্বেতা এবং বনির। ছবিতে গান গেয়েছেন সুজয় ভৌমিক। আশা করা যায়, দীপান্বিতা সেনগুপ্ত পরিচালিত এই ছবি মানুষের মন স্পর্শ করতে পারবে অনায়াসেই।

প্রতিবেদনটি সবাইকে শেয়ার করুন ….

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts

Debasmita Biswas

বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।