‘সোনার কেল্লা’য় বিমল-কুমার, কোয়েলের জন্মদিনে মুক্তি পেল মোশন পোস্টার
গত আঠাশে এপ্রিল ছিল কোয়েল মল্লিকের জন্মদিন। সেদিন অনুরাগীদের ভালোবাসায় যেমন ভরেছে সামাজিক মাধ্যম, তেমনই ভক্তদের জন্যও ছিল ‘রিটার্ন গিফট’-এর ব্যবস্থা। এ-দিন মুক্তি পেল সুরিন্দর ফিল্মস প্রযোজিত, কোয়েল মল্লিক অভিনীত ছবি ‘সোনার কেল্লায় যকের ধন’-এর মোশন পোস্টার।
বাঙালি পাঠক যে ‘থ্রিলার’ পড়তে বরাবরই ভালোবাসে, তার প্রমাণ হয়তো রহস্যকাহিনির বাড়বাড়ন্ত চাহিদাই। ছোটোবেলা থেকে যে যে রোমাঞ্চপ্রিয় চরিত্রদের সঙ্গে তার আলাপ হয়, তাদের মধ্যে অন্যতম হল জয়ন্ত-মানিক এবং বিমল-কুমার। আর এই দুই জুটিরই স্রষ্টা যিনি, সেই হেমেন্দ্র কুমার রায়ের গল্প নিয়েই ছবি তৈরি করেছিলেন সায়ন্তন ঘোষাল। নাম ‘যকের ধন’। তৈরি হয়েছে সিরিজের পরবর্তী ছবি ‘সাগরদ্বীপে যকের ধন’-ও। আর এবার মুক্তি পেতে চলেছে ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি ‘সোনার কেল্লায় যকের ধন’।
আগের দুই ছবির মতোই এই ছবিতেও বিমল এবং কুমারের চরিত্রে থাকছেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং গৌরব চক্রবর্তী। সাইকায়াট্রিস্ট ড. রুবির ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী কোয়েল মল্লিক। এছাড়াও, এ-ছবিতে অভিনয় করছেন সাহেব চট্টোপাধ্যায় এবং সুপ্রভাত দাস। তিনমূর্তির অ্যাডভেঞ্চারের এবারের গন্তব্য রাজস্থানের ‘সোনার কেল্লা’। আসলে সত্যজিৎ রায় পরিচালিত ‘সোনার কেল্লা’ ছবিটির সুবর্ণজয়ন্তী এই বছরেই। তাই কিংবদন্তী চলচ্চিত্রকারের প্রতি শ্রদ্ধার্ঘ্য হিসেবেই এই ছবি তৈরি করছেন সায়ন্তন। তবে এ ছবি ফেলুদার কোনো কাহিনির সিক্যোয়েল নয়, তা বেশ স্পষ্ট করেই জানিয়েছেন নির্মাতারা।
‘সোনার কেল্লা’র সেই ছোট্ট মুকুল বড়ো হয়েছে এখন। পূর্বজন্মের স্মৃতি এখনো টাটকা তার। এ-ছবিতে সোনার কেল্লায় থাকা এক পরশপাথরের সন্ধানে বিমল, কুমার এবং ড. রুবিকে সঙ্গ দেবে সে। ছবিতে ‘মুকুল’-এর বড়োবেলার চরিত্রে অভিনয় করছেন সুপ্রভাত দাস। অন্যদিকে, সাহেব চট্টোপাধ্যায়ের চরিত্রের নাম সুনীল ভার্গব। তবে চরিত্রটি ঠিক কেমন, তা এখনো খোলসা করেননি অভিনেতা। ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে ছবির শ্যুটিং। শ্যুটিং হয়েছে রাজস্থানের জয়সলমীরেও। সত্যজিৎ রায়কে শ্রদ্ধা জানিয়ে তৈরি এই ছবি মুক্তি পেতে চলেছে আগামী ৩০শে মে।
ফেলুদা, ব্যোমকেশ হোক, কি বিমল, কুমার – বাঙালি সবসময়ই রহস্যপ্রিয়। আর সেই রহস্যের সঙ্গে যদি জুড়ে থাকে গুপ্তধনের সুলুকসন্ধান, তাহলে তো আর কথাই নেই! তাই ‘যকের ধন’ সিরিজের আগের দু’টো ছবিই যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে। এবারের ছবির সঙ্গে আবার জুড়ে রয়েছে নস্টালজিয়ার মিষ্টি গন্ধ। তাই এ ছবি যে হিট হবেই, সে-কথা বলা যায় এখনই।