Hypokrites: নতুন বছরে ফের আভেরীকে সঙ্গে নিয়ে আসছে ‘তবে তাই’

সামনের মানুষটা যখন কাল্পনিক একটা ধারণা পোষণ করে আমাদের সম্পর্কে, তখন মাঝেমধ্যে বিরক্ত হয়ে তার ভুল ভাঙাতে ইচ্ছে করে না। বরং বলতে ইচ্ছে করে, ‘তবে তাই’। নাট্যদল ‘Hypokrites’ পরিচালিত নাটক ‘তবে তাই’-এর পরবর্তী শো আসছে জ্ঞানমঞ্চে।

নোবেলজয়ী ইতালিয়ান নাট্যকার Luigi Pirandello একটি নাটক লিখেছিলেন। তার নাম দিয়েছিলেন, ‘Right You Are (If You Think So)’। অনির্বাণ ভট্টাচার্য পরিচালিত ‘মন্দার’ এবং ‘বল্লভপুরের রূপকথা’-র চিত্রনাট্য লিখেছিলেন যিনি, সেই প্রতীক দত্ত Pirandello-র নাটকটি অবলম্বন করে লিখেছেন ‘তবে তাই’-এর চিত্রনাট্য। সাইকোলজিক্যাল থ্রিলার এই নাটকটি নির্দেশনার দায়িত্বে রয়েছেন সুস্নাত ভট্টাচার্য।

সত্য আর মিথ্যার মাঝে দাঁড়িয়ে থাকে একটা সূক্ষ্ম দেওয়াল, যার নাম দৃষ্টিভঙ্গি। বনানীদেবী নামের এক বৃদ্ধাকে সঙ্গে নিয়ে এক দম্পতি একটি পাড়ায় বাড়ী ভাড়া নেয়। স্বামী, স্ত্রী থাকেন অন্য ফ্ল্যাটে, অথচ বৃদ্ধা থাকেন একা। তিনজনের মধ্যে আসল সম্পর্কটাই বা কী? তাদের এসব অদ্ভুত আচরণে বাড়ীওয়ালা ও পাড়ার লোকজনের মনে কৌতূহল জাগে। বারংবার তারা মনের ধন্দ দূর করার চেষ্টা করে। কিন্তু বারবারই ব্যর্থ হয় তারা। এমন একটা থিমেই দাঁড়িয়ে রয়েছে ‘তবে তাই’-এর গল্প।

কোভিডকালে প্রায় তিন-চারবছর কোনো নাটক মঞ্চস্থ করতে পারেনি ‘Hypokrites’। পরিচালক সুস্নাত ভট্টাচার্যের কথায়, ২০২৩ সালের ১৯শে ফেব্রুয়ারি এই নাটকের হাত ধরেই মঞ্চে ফেরেন তাঁরা। নাটকটি পরিচালনার পাশাপাশি তাতে অভিনয়ও করছেন সুস্নাত। ‘71/1 MB’র তরফ থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘২০২২ এর আগস্টে নাটকটি পড়ে শোনায় প্রতীকদা। এত সুন্দর একটা নাটক না করার কোনো প্রশ্নই ছিল না। এরকম একজন চিত্রনাট্যকারের নাটকে কাজ করা আমার কাছে বিশাল চ্যালেঞ্জের ব্যাপার ছিল। প্রথমে যে খুব বুঝে উঠতে পারছিলাম তাও নয়। কিন্তু মঞ্চস্থ হওয়ার পর দেখলাম, কেবল থিয়েটারের মানুষ নয়, বহু সাধারণ মানুষও দেখতে এসেছেন। নাটকটা তাদের সকলের মনোগ্রাহীও হয়েছে।’

২০০৬ সাল থেকে নাট্যজগতের সঙ্গে যুক্ত সুস্নাত। নাটকের বাকী কলাকুশলীরাও, যেমন আভেরী সিংহ রায়, সত্যম ভট্টাচার্য, অনিন্দ্য সাঁই, শাশ্বতী সিনহা – সকলেই বহুদিন যুক্ত এই নাট্যদলের সঙ্গে। মাঝে ব্যস্ততার কারণে কয়েকটা শো করতে পারেননি আভেরী। সেই ক’দিন তাঁর পরিবর্তে অভিনয় করেছিলেন নিবেদিতা। সেই শো-গুলিও ভীষণই পছন্দ হয়েছে দর্শকদের। যদিও আগামী ৪ঠা ফেব্রুয়ারী বনানীদেবীকে মঞ্চে ফুটিয়ে তুলতে চলেছেন আভেরীই।

এর আগে, নাটকটি দেখে প্রতিক্রিয়া জানিয়েছিলেন নাট্যব্যক্তিত্ব পৌলমী চট্টোপাধ্যায়। জানিয়েছিলেন, ‘ভীষণই ভাল একটা নাটক। এরা যেভাবে প্রেজেন্ট করেছে, সেটা খুবই ইউনিক।’ তাঁর মতে, সাদা-কালোর থিমে মোড়া সেট ও কস্টিউমে প্রতিফলিত হয়েছে নাটকটির দর্শন। নাটকটির প্রথম শো ছিল জ্ঞানমঞ্চে, আগামী ৪ঠা ফেব্রুয়ারী আবার জ্ঞানমঞ্চে ফিরছে এই নাটক। শো শুরু হবে সন্ধ্যে সাড়ে ছ’টায়। নতুন বছরে ফের একবার দর্শকদের মন স্পর্শ করতে চলেছে ‘Hypokrites’।

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts
Scroll to Top