BollywoodEntertainmentMusic

‘ডিসেম্বরের শহর’ মাতাবেন বি প্রাক, কবে-কোথায় অনুষ্ঠান?

ডিসেম্বর মানেই শীতের মরশুমের শুরু। ডিসেম্বরের অর্ধেক পেরনো মানেই শুরু বড়দিনের মরশুমও। আর এবার বড়দিনের আগে, শীতের কলকাতা জমাতে আসছেন জনপ্রিয় সঙ্গীত পরিচালক ও গায়ক বি প্রাক।

কলকাতার পি সি চন্দ্র গার্ডেনে অনুষ্ঠিত হবে বি প্রাকের লাইভ কনসার্ট ‘কলকাতা ওডিসি’। তবে এই অনুষ্ঠান কেবলই শিল্পীর লাইভ কনসার্ট নয়। কলকাতার সঙ্গীতজগতের ঐতিহ্য, সাংস্কৃতিক সমৃদ্ধিও উদযাপিত হবে এই অনুষ্ঠানে। শহরের বুকে দাঁড়িয়ে তিনি শোনাবেন তাঁর বিভিন্ন জনপ্রিয় গান।

জানা গিয়েছে, ‘তেরি মিট্টি’, ‘জোহরাজাবিন’, ‘ফিলহাল’-এর মত গানগুলি তিনি গাইবেন কনসার্টে। ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘কেশরী’ ছবির ‘তেরি মিট্টি’ গানটা এখনো শোনেন আপামর ভারতবাসী। বি প্রাকের কণ্ঠে যেন প্রাণ পেয়েছিল সেই গান। তার আগেও সঙ্গীত পরিচালক হিসাবে বেশ কিছু কাজ করেছেন তিনি। সেরকমই তাঁর কম্পোজ করা প্রচুর গানের মধ্যে সবচেয়ে জনপ্রিয় বোধহয় ‘পচতাওগে’। সম্প্রতি ‘অ্যানিম্যাল’ ছবিতে তাঁর গান ‘সারি দুনিয়া জ্বালা দেঙ্গে’-ও যথেষ্ট জনপ্রিয় হয়েছে।

কবে অনুষ্ঠিত হবে বি প্রাকের লাইভ কনসার্ট ‘কলকাতা ওডিসি’? জানা গিয়েছে, খুব বেশীদিন অপেক্ষা করতে হবে না ভক্তদের। আগামী ২০শে ডিসেম্বর কলকাতাবাসীর কানে সুরের জাদু ছড়িয়ে দেবেন বি প্রাক। এই অনুষ্ঠান সম্পর্কে ‘বিভিতা ইভেন্টস অ্যান্ড কোং’-এর আয়োজক এবং এমডি প্রণব জয়সওয়াল বলেন, ‘২০শে অক্টোবরের জন্য এই অনুষ্ঠানটা পরিকল্পনা করা হয়েছিল। অবশেষে ২০শে ডিসেম্বর যে অনুষ্ঠানটা হচ্ছে। এতে আমরা ভীষণই খুশী। আবহাওয়ার জন্য আমাদের দু’মাস পিছিয়ে দিতে হয়েছিল এই অনুষ্ঠান। তবে শীতকালে যে অনুষ্ঠানটা আরো বেশী জমজমাট হতে চলেছে, সেবিষয়ে কোনো সন্দেহই নেই।’

বি প্রাকের শহরে আসার খবরে ইতিমধ্যেই উত্তেজনা ছড়িয়েছে তাঁর ভক্তদের মধ্যে। বোঝাই যাচ্ছে, ২০শে ডিসেম্বর এই গোটা শহরকে মাতাবেন তিনি।

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts

Debasmita Biswas

বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।