আসছে লোকগানের নতুন অ্যালবাম ‘ভ্রমর জাগো’, উদ্বোধনের দায়িত্বে পূর্ণ দাস বাউল!
সেকাল হোক বা একাল, বাংলা লোকগানের জনপ্রিয়তা সবসময়ই আকাশছোঁয়া। গ্রামবাংলায় তো বটেই, ইট-কাঠ-কংক্রিটের নাগরিক সভ্যতাও যেন খোঁজে লোকগানের স্নিগ্ধ পরশ। আর ইঁদুরদৌড়ের যুগে, কানের আরামের দায়িত্ব ভাগ করে নিতে আসছে লোকসঙ্গীতের এক নতুন সংকলন।
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী বাউলসম্রাট শ্রী পূর্ণচন্দ্র দাস। ২০১৩ সালে পদ্মশ্রী সম্মান পেয়েছিলেন এই শিল্পী। দেশে-বিদেশে করেছেন অসংখ্য অনুষ্ঠান। তাঁকে কেন্দ্র করে তৈরি হয়েছে একাধিক ‘ডিস্কোগ্রাফি’। বাউল গানের সংজ্ঞা তৈরি করেছেন পূর্ণ দাস বাউল।
লোকগানের এই নতুন অ্যালবামটি উদ্বোধন করছেন তিনিই। দক্ষিণ কলকাতার বুকে, বালিগঞ্জে রয়েছে আলতামিরা আর্ট গ্যালারি। সেখানেই, আগামী ৭ই এপ্রিল, সন্ধ্যে সাতটার সময়ে মুক্তি পাবে ‘ভ্রমর জাগো’।
একাধিক বিশিষ্ট মানুষের উপস্থিতিতে উজ্জ্বল হবে এ-দিনের অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শ্রী কল্যান সেন বরাট, শ্রী অলোক রায়চৌধুরী, ড: তপন রায়, শ্রী সুরজিত চ্যাটার্জী, শ্রীমতি উপালী চট্টোপাধ্যায়, ড: রীতা সাহা, আরজে নীলাঞ্জন, শ্রী সুমিত বন্দ্যোপাধ্যায়, শ্রী সমর রায়, শ্রী অমিত মিদ্যা। এছাড়াও থাকবেন সঙ্গীতজগতের একাধিক তারকা। অনুষ্ঠানটির প্রাককথন করবেন বিশিষ্ট বাচিকশিল্পী চন্দ্রিমা রায়।
লোকসঙ্গীতের এই নতুন অ্যালবামে থাকছে পাঁচটি গান। কেবল ‘ভ্রমর কইও গিয়া’ বা ‘রাই জাগো’র মতো জনপ্রিয় গান নয়, এই অ্যালবামে থাকছে ‘কেমন আছে কমলিনী রাই’-এর মতো স্বল্পশ্রুত গানও। অ্যালবামটির গানগুলি গেয়েছেন সঙ্গীতশিল্পী দেবলীনা সিংহ রায়। গানগুলিতে সহযোগী কণ্ঠ দিয়েছেন নন্দিনী, সুস্মিতা, বাণীরূপা, স্বীকৃতি, আকাশ এবং আকাশরাজ।
অ্যালবামটির সঙ্গীতায়োজন করেছেন আশু চক্রবর্তী। বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়েছেন জয় নন্দী, অমিত সূর, সৌম্যজ্যোতি ঘোষ। অ্যালবামটির শব্দ মিশ্রণ করেছেন সৌমেন পাল। এছাড়াও, ইনলে ডিজাইন করেছেন অংশুমান দে।
একতারা বাজাতে বাজাতে এদিকে সেদিকে ঘুরে বেড়াচ্ছেন একজন। হয়ত কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই তাঁর! তা সত্ত্বেও, তাঁর গলার সুরে মোহাবিষ্ট সকলে। ভক্তিরসে ভরা তাঁর গানের কলি ছড়িয়ে দিচ্ছে একমুঠো শান্তি, প্রেম, ভালোবাসা। লোকগান বললেই আমাদের চোখে ভেসে ওঠে চিরপরিচিত এই ছবি। তবে এখন লোকগানের পরিসর বেড়েছে অনেকটাই। আর তারই ফলশ্রুতি লোকগানের এই নতুন অ্যালবাম। কাজের মাঝে কিংবা অবসরযাপনে যে অ্যালবামের হাত ধরে আমাদের সঙ্গী হয়ে উঠবে লোকগান!
আশা করা যায়, শিল্পীদের এই উদ্যোগ জায়গা করে নেবে মানুষের মনে। তাঁদের তৈরি নতুন এই সংকলন মানুষের হৃদয়ের আরো কাছে পৌঁছে দেবে লোকসঙ্গীতকে।