EntertainmentTollywood

Rupam Islam: মীর-ঋত্বিকার ‘মহরত’-এর টাইটেল ট্র্যাকে চমক

আগেই জানা গিয়েছিল নতুন থ্রিলারধর্মী ছবি ‘মহরত’। সেই ছবি নিয়েই এবার জানা গেল এক বড় খবর। ছবির টাইটেল ট্র্যাকে শোনা যাবে জনপ্রিয় সঙ্গীতশিল্পী রূপম ইসলামের কণ্ঠ।

সম্প্রতি কলকাতার এক স্টুডিওতে সম্পন্ন হয়েছে এই গানের রেকর্ডিং। জনপ্রিয় রক সঙ্গীতশিল্পী রূপম ইসলামের ‘প্লেব্যাক’ নিয়েও বরাবরই উন্মাদনা থাকে অনুরাগীদের মধ্যে। ‘বাইশে শ্রাবণ’ থেকে ‘দাবাড়ু’ – সবধরনের ছবিতেই বরাবর তাঁর গান সমান জনপ্রিয়। এই ছবিতে সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন মসিউর রহমান। এদিন রেকর্ডিংয়ের পর শিল্পী বলেন, ‘মহরত-এর টাইটেল ট্র‍্যাকে দারুণ কিছু চমক আছে। গানের প্রতিটি পংক্তিতে জীবনের কাহিনি বলা আছে। আশা করছি দর্শকদের পছন্দ হবে এই গান।’

খোদ সিনেমা ইন্ডাস্ট্রি নিয়েই তৈরি ‘মহরত’। পরিচালক আতিউল ইসলামের এই ছবিতে জুটি বাঁধছেন মীর ও ঋত্বিকা। বিবাহবিচ্ছেদের প্রায় বছরতিনেক পরে, পেশায় চিত্রপরিচালক প্রাক্তন স্বামী সৃজনের সঙ্গে দেখা হয়েছিল নামকরা অভিনেত্রী অপর্ণা মুখোপাধ্যায়ের। কিন্তু শ্যুটিং এর প্রথমদিন, শ্যুটিংস্থলেই খুন হয় অপর্ণা। সিআইডির দুই দাপুটে তদন্তকারী অফিসারের হাতে আসে অপর্ণার হত্যারহস্য তদন্তের ভার।

তদন্ত যত গভীরে যায়, সম্পর্কের সমীকরণ, হিংসা-লোভ-অসততার মত রিপু উঠে আসে প্রকাশ্যে। তদন্তের মধ্যে নাম উঠে আসে ওই সিনেমার নায়ক সোহেল খানের নাম। বাংলাদেশ থেকে এদেশে এসেছে সোহেল। এসব ছাড়াও রয়েছে সংবাদমাধ্যমের পেজ থ্রি-র ব্রেকিং নিউজের চাপ। ছবিতে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই সংবাদমাধ্যম। আদৌ কোনদিকে মোড় নিতে চলেছে এই গল্প!

ছবির চিত্রনাট্য লিখেছেন অনুভব ঘোষ। একগুচ্ছ তারকা নিয়ে ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে ছবির শ্যুটিং। ছবির একেবারে মুখ্য চরিত্রে রয়েছেন মীর আলম এবং ঋত্বিকা সেন। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন দেবলীনা দত্ত, বিশ্বরূপ বিশ্বাস, রজতাভ দত্ত, দেবরাজ ভট্টাচার্য, ঋষিরাজ, অনিন্দিতা সোম, রাজু মজুমদার, হিয়া রায়, স্বরলিপি ঘোষ প্রমুখ। ছবির ব্যাকগ্রাউন্ড মিউজিক করছেন সমিধ মুখোপাধ্যায়।

অভিনেতা মীর বলেন, ‘এই প্রথম বড়ো ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছি। অনেকটা দায়িত্ব থাকে ছবির প্রধান মুখ হওয়াতে। অনেকটা প্রিপারেশান নিয়ে ছবিতে অভিনয় করেছি। আশা করছি দর্শকদের ভালো লাগবে।’

সেলিনা খাতুনের প্রযোজনায় এই ছবি বড়পর্দায় মুক্তি পেতে চলেছে ঈদে। দুর্দান্ত থ্রিলার কাহিনিকে যে অন্যমাত্রায় নিয়ে যাবে রূপমের গান, তা আর বলার অপেক্ষা রাখে না।

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts

Debasmita Biswas

বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।