Live Entertainment & Love Lifestyle

Tuesday, May 6, 2025
Entertainment

ফের ‘ক্ল্যাপস্টিক’ হাতে প্রভাত রায়? জন্মদিনের পার্টিতে বড় ঘোষণা!

আশিবছরের জন্মদিন উদযাপন করা যায়নি শারীরিক অসুস্থতার কারণে। তাই এ-বছরের জন্মদিনে তাঁর নতুন চমক। তারকাদের উপস্থিতিতে, জমজমাট অনুষ্ঠানে, এক বড় ঘোষণা করলেন একতা ভট্টাচার্য্য এবং তাঁর ‘বাবি’ পরিচালক প্রভাত রায়।

মেয়ের হাত ধরে প্রভাত রায় শুরু করেছেন দ্বিতীয় ইনিংস। ফিরেছেন জীবনের মঞ্চে, নিজের সিংহাসনে। একসময়ে বাঙালি চলচ্চিত্রপ্রেমীদের ‘লাঠি, ‘শ্বেতপাথরের থালা’, ‘প্রতিকার’, ‘পাপী’, ‘প্রতীক’-এর মত ছবি উপহার দিয়েছিলেন তিনি। সম্প্রতি উপহার দিয়েছেন নিজের আত্মজীবনী ‘ক্ল্যাপস্টিক’। সেই বইও জনপ্রিয়তা পেয়েছে তাঁর ছবিগুলির মতোই। শেষ হয়ে গিয়েছে তৃতীয় সংস্করণও। ‘ক্ল্যাপস্টিক’-এর সাফল্যের উদযাপনও তাই মিলেমিশে গিয়েছিল পরিচালকের জন্মদিনের উদযাপনের সঙ্গে।

গতকাল, ১০ই মার্চ, দক্ষিণ কলকাতার ‘দ্য লেক ক্লাব’-এ হল সেই অনুষ্ঠান। উপস্থিত ছিলেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়, দীপঙ্কর দে, দোলন রায়, সব্যসাচী চক্রবর্তী, মিঠু চক্রবর্তী, শুভাশিস মুখোপাধ্যায়, বিশ্বজিৎ চক্রবর্তী, ফাল্গুনী চট্টোপাধ্যায়, চিরঞ্জিত চক্রবর্তী, আবীর চট্টোপাধ্যায়, অনির্বাণ চক্রবর্তী, ঋতুপর্ণা সেনগুপ্ত, কবীর সুমন, সৃজিত মুখোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায় প্রমুখ তাবড় তাবড় ব্যক্তিত্ব।

স্মৃতিচারণ, কেক কাটা, আনন্দ-হুল্লোড়ের মাঝেই জানা গেল নতুন চমকের কথা। দীর্ঘদিন পর আবারও প্রভাত রায়কে দেখা যেতে চলেছে চলচ্চিত্র পরিচালকের ভূমিকায়। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘বলাই’ নিয়ে কাজ করতে চলেছেন পরিচালক। মেয়ে একতার আঁকা মোশন পোস্টার মুক্তি পেয়েছে গতকালের অনুষ্ঠানেই। আর তার ব্যাকগ্রাউন্ডে শোনা যাচ্ছে কবীর সুমনের কণ্ঠ, ‘তিনি বৃদ্ধ হলেন’। জানা গিয়েছে, এই ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বেও থাকবেন কবীর সুমনই। মোটামুটি ঠিক হয়ে গিয়েছে কলাকুশলীদের নামও।

প্রভাত রায়ের ছবিতে এর আগেও সঙ্গীত পরিচালকের কাজ করেছেন কবীর সুমন। অথচ এখনো, এতদিন পরেও, সেই একইরকম উচ্ছ্বসিত দেখা গেল তাঁকে। এদিনের অনুষ্ঠানেও বেশ অনেকটা সময় উপস্থিত ছিলেন তিনি। বন্ধুর পাশে ছিলেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়রাও। বিদায় নেওয়ার আগে, ‘বাবলা’ একতাকে আশীর্বাদও করেছেন ভিক্টর। দুষ্টুমিষ্টি খুনসুটিতেই মেতে থাকেন একতা আর তাঁর ‘বাবি’। একাশিবছরের এই ‘শিশু’কে সামলাতে কি কালঘাম ছোটে তাঁর? শুনেই হাসিতে ফেটে পড়েন একতা। ফাঁস করেন, এমনিতে ‘বাধ্য’ হলেও, চকোলেট না পেলে মুখ ভার হয় বাবির। এহেন বাবিকে পরিচালকের আসনে দেখে স্বভাবতই অত্যন্ত খুশি তাঁর মেয়ে। খুশি এককালীন সতীর্থ বা চিরকালীন বন্ধুরাও।

কেবল প্রভাত রায়ের অনুরাগীদের জন্য নয়, বাংলা চলচ্চিত্রজগতের সকল হিতাকাঙ্ক্ষীর জন্যই এ-দিন বড়ো সুখের, বড়ো আনন্দের। মেয়ে একতার হাত ধরে তাঁর দ্বিতীয় ইনিংস যেন চিরসফল এবং দীর্ঘস্থায়ী হয়, মনেপ্রাণে এখন এই কামনাই করছেন সকলে।

প্রতিবেদনটি সবাইকে শেয়ার করুন ….

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts

Debasmita Biswas

বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।