Live Entertainment & Love Lifestyle

Entertainment

মুক্তি পেল ‘বিষহরি’, কেমন অভিজ্ঞতা এযুগের ‘বেহুলা’ শোলাঙ্কির?

আজ ভালোবাসার দিন। আর থ্রিলার যাদের ভালোবাসা, তাদের জন্য সবচেয়ে বড়ো উপহার বোধহয় দিল হইচই (Hoichoi) ওটিটি প্ল্যাটফর্ম। মুক্তি পেল হইচইয়ের নতুন ওয়েবসিরিজ ‘বিষহরি’।

যুক্তি আর অন্ধবিশ্বাসের মাঝের সূক্ষ্ম ফাঁকেই জাল বোনে রহস্য। আর মিত্রবাড়ির নববধূ রাজনন্দিনী (শোলাঙ্কি) না চাইতেও জড়িয়ে পড়ে রহস্যের জালে। একের পর এক রহস্যমৃত্যুতে নাগপঞ্চমীর আনন্দ বদলে যায় আতঙ্কে। ভয়, পাপ, রহস্য, অপ্রত্যাশিত বিপদ আর বনেদীবাড়ির জংধরা কিছু নিয়মের সুতোয় বোনা এই ওয়েবসিরিজ।

ছয়পর্বের এই সিরিজে, নিজের অজান্তেই যুক্তিবাদী রাজনন্দিনী হয়ে ওঠে গোয়েন্দা। আদৌ কি মিত্রবাড়ির অতীতের অন্ধকার খুঁড়ে আলোর দিশা পাবে সে? নাকি নিজেও ডুবে যাবে অন্ধকারেই? সে উত্তর দেবে ‘বিষহরি’। শ্রীজিৎ রায় এবং সৌভিক চক্রবর্তীর যৌথ প্রয়াসে তৈরি হয়েছে এই সিরিজ।

শোলাঙ্কি ছাড়াও এই সিরিজে দুই গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা মিলবে দুই জনপ্রিয় অভিনেতা রোহন ভট্টাচার্য (তথাগত) এবং কৌশিক রায়ের (অভিরূপ)। তিনজনেই এর আগেও কাজ করেছেন হইচই-এর সঙ্গে। এবার একসঙ্গে একই সিরিজে অভিনয় করতে চলেছেন তাঁরা।

কেমন অভিজ্ঞতা এই সিরিজে কাজ করার? অভিনেত্রী শোলাঙ্কি রায় জানান, ‘রাজনন্দিনীর চরিত্রে অভিনয় করার অভিজ্ঞতাটা আমার কাছে খুব মজার। ভয় আর কুসংস্কারের জগতে সে-ই একমাত্র যুক্তিবাদী নারী। শুধু মুখ দেখে কোনোকিছু বিশ্বাস করা তার ধাতে নেই। বরং যত কঠিনই হোক না কেন, সে সত্যটা খুঁজে বের করতে চায়।’

অভিনেতা রোহন ভট্টাচার্য বলেন, ‘বিষহরি ওয়েবসিরিজের একটা অংশ হতে পেরে দুর্দান্ত লাগছে। রহস্য, ঐতিহ্য আর আতঙ্ক নিখুঁতভাবে মিশে গিয়েছে এই সিরিজে। থ্রিলারপ্রেমীদের জন্য এটা মাস্ট-ওয়াচ।’ সিরিজটির সম্পর্কে কথা বলতে গিয়ে নির্মাতা সৌভিক চক্রবর্তী বলেন, ‘মনসা বেহুলার সেই চিরন্তন দ্বন্দ্বকেই আজকের প্রেক্ষাপটে তুলে ধরবে বিষহরি। রহস্য আর পুরাণের সঙ্গে মিশে যাবে ফ্যামিলি ড্রামা।’

নির্মাতাদের মতে, ছয় পর্বের এই সিরিজের রেশ থেকে যাবে অনেকক্ষণ। কেবল মাইথোলজিক্যাল থ্রিলার হিসেবে নয়, অন্ধবিশ্বাসের পেছনে লুকিয়ে থাকা আসল সত্যকে খুঁজে বের করার যাত্রাটা কেমন হবে রাজনন্দিনীর, সেই উত্তর জানতে গেলে দেখতেই হবে হইচই-এর নতুন ওয়েবসিরিজ ‘বিষহরি’।

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts

Debasmita Biswas

বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।