Jodi Emon Hoto: ভালোবাসার গানে দর্শকদের মাতালেন শন-দিতিপ্রিয়া
কিছুদিন আগেই আগামী আঠেরোটি ছবির নাম ঘোষণা করেছে ‘Eskay Movies’। তারমধ্যেই একটি ছবি রবীন্দ্র নাম্বিয়ার পরিচালিত ‘যদি এমন হতো’। ছবির টিজার মুক্তি পেয়েছিল আগেই। গতকাল, ১৯শে জানুয়ারি মুক্তি পেয়েছে ছবির গান ‘বলো তুমি’।
তিনমিনিট একুশ সেকেন্ডের এই গান আসলে নিখাদ ভালোবাসার একটা গান। দোলন মৈনাকের কম্পোজিশনে তৈরি এই গানের কথাও লিখেছেন তিনিই। গানটি গেয়েছেন ঋক বসু এবং দোলন স্বয়ং। একাধিক অপূর্ব নৈসর্গিক সৌন্দর্য্যের মাঝে শ্যুটিং হয়েছে এই গানের।
সম্পূর্ণ গান জুড়ে ভালোবাসার পরশ ছুঁইয়ে দিয়েছেন শন এবং দিতিপ্রিয়া। অনেকেই পুরনো বাংলা ছবির ভালোবাসার গানের স্বাদ ফিরে পেয়েছেন এই গানের মধ্যে।
রবীন্দ্র নাম্বিয়ার পরিচালিত এই ছবিটির শ্যুটিং হয়েছে লন্ডনে। জানা যাচ্ছে, চিরন্তন ভালোবাসার গল্প বলবে এই গল্প। তবে সেখানেই উঁকি দেবে ত্রিকোণ সম্পর্কের সমীকরণ। শন বন্দ্যোপাধ্যায় এবং দিতিপ্রিয়া রায় ছাড়াও ছবির আরেক মুখ্য চরিত্রে অভিনয় করছেন ঋষভ বসু। এছাড়া শান্তিলাল মুখোপাধ্যায়, প্রিয়া কারফা, শতফ ফিগার প্রমুখকে দেখা যাবে এই ছবিতে।
ছবির কাহিনি, চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন সায়ন্তনী মজুমদার নাম্বিয়ার। ছবির সিনেমাটোগ্রাফির দায়িত্ব সামলেছেন সুপ্রিয় দত্ত। শন-দিতিপ্রিয়া-ঋষভ অভিনীত এই ছবিটি মুক্তি পেতে চলেছে ৩১শে জানুয়ারি।