সপ্তাহান্তে ‘অতি উত্তম’ সংবাদ! রেকর্ড গড়ল সৃজিতের ছবি!
গতবছর মার্চ মাসে মুক্তি পেয়েছিল ক্যামেলিয়া প্রোডাকশন্স প্রযোজিত সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘অতি উত্তম’। বছর ঘুরতে না ঘুরতেই সেই ছবির হাত ধরে এল সুখবর। ‘লিমকা বুক অফ রেকর্ডস ২০২৫’-এ নিজের জায়গা পাকা করল ‘অতি উত্তম’।
২০২৪ সালে মুক্তি পেয়েছিল ছবিটি। মহানায়ক উত্তমকুমারের একাধিক ছবির দৃশ্য, সংলাপ ছিল সেই ছবিতে। পুনর্ব্যবহৃত আর্কাইভাল ফুটেজের দীর্ঘতম ব্যবহারের জন্য সেই ছবিই এবার গড়ল রেকর্ড। নাম তুলল ‘লিমকা বুক অফ রেকর্ডস ২০২৫’-এর খাতায়। এর আগে এত দৈর্ঘ্যের ফুটেজ ব্যবহার হয়নি কোনো ফিচার ফিল্মেই।
কেবল বাঙালির প্রিয় মহানায়কের প্রতিই নয়, সৃজিতের এই ছবি আসলে বাংলা চলচ্চিত্রের প্রতিও এক শ্রদ্ধার্ঘ্য। ছবিতে দেখা গিয়েছে মহানায়ককে। ভিস্যুয়াল এফেক্টসের মাধ্যমে এ ছবিতে উপস্থিত রয়েছেন তিনি। গেয়েছেন গান, করেছেন নিটোল মজা; তাও আবার বর্তমান প্রজন্মের তরুণ-তরুণীদের সঙ্গে। ছবি নিয়ে বরাবরই পরীক্ষানিরীক্ষা করতে ভালোবাসেন সৃজিত। এই ছবিতে সেই পরীক্ষা সফল হয়েছিল বিনা আয়াসেই। দুই প্রজন্মের মানুষের ভালোবাসা পেয়ে লেটার মার্কস জিতে নিয়েছেন তিনি।
উত্তমকুমারের ভক্ত কৃষ্ণেন্দু (অনিন্দ্য) গবেষণা করছে তাঁর ‘হাসি’ নিয়ে। গবেষণা করতে করতেই একসময় তাঁর আত্মার সঙ্গে যোগাযোগ করতে চায় কৃষ্ণেন্দু। সফলও হয়। আর তারপরেই মহানায়কের সাহায্য নিয়ে সে পৌঁছয় তার আরেক ভালবাসা সোহিনীর (রোশনি) কাছে। তারপর ঠিক কী ঘটে, সেই ঘটনা নিয়েই তৈরি হয়েছে ‘অতি উত্তম’। অনিন্দ্য-রোশনি ছাড়াও এ ছবিতে অন্যতম মুখ্য চরিত্রে ছিলেন গৌরব চট্টোপাধ্যায়। এছাড়া, সেই ছবিতে দেখা গিয়েছিল লাবণী সরকার, শুভাশিস মুখোপাধ্যায়, জিনা তরফদার এবং সোনিয়া গুপ্তকেও।
ছবিতে সকল কলাকুশলীর নজরকাড়া অভিনয়ের সঙ্গে দেখা গিয়েছে ভিস্যুয়াল এফেক্টসের সুদক্ষ ব্যবহার। ‘লিমকা বুক অফ রেকর্ডস ২০২৫’-এর এই স্বীকৃতিতে সম্মান পেলেন পর্দার উত্তমের আড়ালে থাকা সেই প্রযুক্তিবিদরা। ‘Camellia Productions Pvt. Ltd.’ প্রযোজিত, এই ছবির ক্যামেরার দায়িত্বে ছিলেন সৌমিক হালদার। ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্ব নিয়েছিলেন সপ্তক সানাই দাস। এর আগেও ‘এক্স=প্রেম’ ছবিতে সৃজিতের সঙ্গে কাজ করেছেন তিনি। জনপ্রিয় হয়েছে তাঁর অন্যান্য কাজগুলিও। ছবির গান শোনা গিয়েছিল মোনালি, পাপন, রূপঙ্কর এবং সপ্তকের নিজের কণ্ঠে। ভিস্যুয়াল এফেক্টসের কাজ করেছে ‘Fourth Dimension Visual Effects Pvt. Ltd.’।
ক্যামেলিয়া প্রোডাকশন্সের প্রযোজক এন. আর. দত্ত এবং রূপা দত্ত বলেন, ‘এটা শুধু আমাদের রেকর্ড নয়, গোটা বাংলার জন্য গর্বের মুহূর্ত।’ উত্তমকুমারকে নতুন প্রজন্মের দর্শকদের কাছে উপস্থাপন করতে পারা, একইসঙ্গে তাঁর ঐতিহ্যকে সম্মান করা – দু’টো কাজই পরিচালক সৃজিত মুখোপাধ্যায় এবং কলাকুশলীরা করেছেন দারুণভাবে। তাই তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানান তাঁরা।