জন্মশতবার্ষিকীতে রাজ কাপুরকে শ্রদ্ধার্ঘ্য, আসছে ‘সিনেমার সমাবর্তন’
আসছে ‘West Bengal Film Journalists’ Association (WBFJA)’-এর পক্ষ থেকে আয়োজিত নবম ‘সিনেমার সমাবর্তন ২০২৫’ উৎসব। নতুন বছরে জানা গেল সেই সুসংবাদ। কিংবদন্তী অভিনেতা রাজ কাপুরের জন্মশতবর্ষে তাঁকে জানানো হবে শ্রদ্ধার্ঘ্য।
নতুন বছরে, গত ৩রা জানুয়ারি রোটারি সদনে ঘোষণা হল এই উৎসবের। জানা গেল, মনোনয়নের বিভাগগুলির নাম। ঋতুপর্ণা সেনগুপ্ত, টোটা রায়চৌধুরীর মত জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক সুজিত দত্ত (রিনো)-ও। সম্প্রতি তাঁর পরিচালিত, সুপারস্টার দেব অভিনীত ছবি ‘খাদান’ ঝড় তুলেছে বক্সঅফিসে। বিনোদনজগতের সেরা প্রতিভাদের সম্মানিত করবে WBFJA। আগামী ১২ই জানুয়ারি, অজন্তা সার্কাসের তাঁবুতে হবে পুরস্কার প্রদান অনুষ্ঠান।
মনোনয়নের বিভাগগুলির মধ্যে রয়েছে সেরা ছবি (বাদামী হায়েনার কবলে, বেলাইন, চালচিত্র এখন, পদাতিক, মানিকবাবুর মেঘ); সেরা পরিচালক (দেবালয় ভট্টাচার্য, অঞ্জন দত্ত, সৃজিত মুখোপাধ্যায়, প্রতিম ডি গুপ্তা); সেরা মুখ্য চরিত্রের অভিনেতা (আবীর চট্টোপাধ্যায়, দেব, চন্দন সেন, অঞ্জন দত্ত, টোটা রায়চৌধুরী); সেরা মুখ্য চরিত্রের অভিনেত্রী (মমতা শঙ্কর, মিমি চক্রবর্তী, ঋতুপর্ণা সেনগুপ্ত, রুক্মিণী মৈত্র); সেরা সহ-অভিনেতা (পরাণ বন্দ্যোপাধ্যায়, ইন্দ্রনীল সেনগুপ্ত, শিলাজিৎ চট্টোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী); সেরা সহ-অভিনেত্রী (স্বস্তিকা দত্ত, সঞ্জিতা মুখোপাধ্যায়); সেরা খলনায়ক (লোকনাথ দে, দিব্যেন্দু ভট্টাচার্য, সৌম্য মুখোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, যীশু সেনগুপ্ত), সেরা কৌতুকাভিনেতা (শাশ্বত চট্টোপাধ্যায়, সৌরভ দাস)।
এছাড়াও আছে সেরা মিউজিক, সেরা প্লেব্যাক গায়ক, সেরা প্লেব্যাক গায়িকা, সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর, সবচেয়ে প্রতিশ্রুতিশীল পরিচালক, সবচেয়ে প্রতিশ্রুতিশীল অভিনেতা, সবচেয়ে প্রতিশ্রুতিশীল অভিনেত্রী, বর্ষসেরা জনপ্রিয় ছবি, বছরে সবচেয়ে জনপ্রিয় অভিনেতা এবং সত্যজিৎ রায় লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। প্রযুক্তিগত দিকে সেরা চিত্রনাট্য, সেরা সিনেমাটোগ্রাফার, সেরা সম্পাদক, সেরা গীতিকার, সেরা শিল্প নির্দেশক, সেরা সাউন্ড ডিজাইনার, সেরা কস্টিউম ডিজাইনার এবং সেরা রূপটান শিল্পীর জন্য থাকছে পুরস্কার।
WBFJA-এর সভাপতি শ্রী নির্মল ধর বলেন, ‘বাংলা চলচ্চিত্রের সেরা প্রতিভাদের উদযাপন করে সিনেমার সমাবর্তন। এটাই একমাত্র অ্যাওয়ার্ড অনুষ্ঠান, যেখানে চলচ্চিত্র সমালোচক আর সাংবাদিকেরা স্বাধীনভাবে মূল্যায়ন করতে পারেন। এই অনুষ্ঠানে প্রশাসনের কোনো হাত থাকে না। সম্পূর্ণভাবে মনোনয়নের ওপর ভিত্তি করেই এর কাজ হয়।’ নির্মল এ-ও জানান, এই অনুষ্ঠানের মূল লক্ষ্যই হল সৃজনশীল প্রতিভাদের অনুপ্রাণিত করা এবং নতুন দৃষ্টিভঙ্গি গড়ে তোলা। অন্যান্যবারের মত এবারেও, ২০২৪ সালের দুর্দান্ত কিছু কাজকে পুরস্কৃত করা হবে বলেও জানান তিনি।
পৃথ্বী থিয়েটারের প্রপস ম্যানেজারের পদ দিয়ে শুরু করেছিলেন নিজের কেরিয়ার। নিজের দক্ষতায় পৌঁছেছিলেন সাফল্যের চূড়ায়। হয়েছিলেন জনগণের ‘শোম্যান’। তাঁর জন্মশতবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে চলেছে পশ্চিমবঙ্গের বিনোদনজগতের সাংবাদিকদের এই সংগঠন।