Afran Nisho: কয়েদি নম্বর ৭৮৬, ঈদেই বড়পর্দায় ‘দাগি’ নিশো!
‘Alpha-i’, ‘Chorki’ এবং এপার বাংলার অন্যতম বৃহৎ প্রযোজনা সংস্থা ‘SVF’ হাত মিলিয়েছিল আগেই। আবারও তাদের মিলিত উদ্যোগে আসতে চলেছে এক দুর্দান্ত ছবি। আর এই ছবির হাত ধরেই, চলতি বছর ঈদে ফের বড়োপর্দায় ফিরছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো।
ছবির নাম ‘দাগি’, ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন ওপার বাংলার জনপ্রিয় পরিচালক শিহাব শাহীন। সম্প্রতি মুক্তি পেয়েছে সেই ছবির টিজার। মিনিটখানেকের সেই ঝলকে, আফরান নিশোকে (নিশান) দেখা যাচ্ছে কয়েদির পোশাকে। কয়েদির নম্বর ৭৮৬, যা আবার এক বিশেষ ধর্মমতে পবিত্র এক সংখ্যা। কয়েদি নিশানকে কখনো দেখা যাচ্ছে আক্রমণাত্মক ভঙ্গিতে, আবার কখনো সে নিজেই আক্রমণের শিকার।
বাংলাদেশের জনপ্রিয় সুপারস্টার আফরান নিশো ছাড়াও, টিজারে দেখা গিয়েছে তমা মির্জা এবং সুনেরাহ বিন্তে কামালকে। তাঁদের উপস্থিতি এই টিজারকে করে তুলেছে আরো বেশি আকর্ষণীয়।
এই টিজার নিয়ে কথা বলতে গিয়ে নিশো জানান, ‘এই ছবির প্রত্যেকটা দৃশ্যেরই একটা গভীর অর্থ আছে। এই টিজারটা গোটা ছবির একটা ঝলকমাত্র!’
গল্প বুননের দক্ষতার জন্য বরাবরই সুপরিচিত পরিচালক শিহাব শাহীন। এবারেও তিনি বুনেছেন অসাধারণ একটা গল্প। রুদ্ধশ্বাস সেই গল্পে আচমকাই ঘোরে ভাগ্যের চাকা। জ্বলে প্রতিশোধের আগুন। ছবির টিজার মুক্তির পর থেকেই উন্মাদনা ছড়িয়েছে দুই বাংলার অনুরাগীদের মধ্যে। আফরান নিশোর এই প্রত্যাবর্তনের অপেক্ষাতেই রয়েছেন চলচ্চিত্রপ্রেমীরা।