‘বাস্তবের প্রতিচ্ছবি’, ঈদে মুক্তি পাবে শিবা-উমার গল্প
বর্তমান সমাজে যে মানবতার অবক্ষয় ঘটে চলেছে ক্রমশ, এবিষয়ে হয়তো সকলেই একমত। সেই অবক্ষয়ী সমাজের একটুকরো চিত্র নিয়েই তৈরি হচ্ছে পরিচালক আতিউল ইসলামের নতুন ছবি ‘দানব’। থ্রিলারের মোড়কে তৈরি এই ছবির মূল উপজীব্য হল কঠিন বাস্তব।
গল্পের মুখ্য দুই চরিত্রের নাম শিবা এবং উমা। হাসপাতালের মর্গে ডোমের চাকরি করে শিবা। অন্যদিকে, উমা পেশায় অতিসাধারণ একজন নার্স। এছাড়াও অবশ্য আরো একটা পরিচয় রয়েছে তার। শিবার প্রেমিকা সে। নিজের জীবনের চেয়েও উমাকে অনেক বেশি ভালোবাসে সে। কিন্তু ভাগ্যের ফেরে তার জীবনে হঠাৎই নামে বিপর্যয়। তার জীবনের একমাত্র ভালোবাসা উমার মৃতদেহ একদিন আসে মর্গে, ময়নাতদন্তের জন্য।
আর আরেকদিকে, সংবাদমাধ্যম ছেয়ে যায় এক নৃশংস বিকৃতমনস্ক অপরাধের খবরে। জানা যায়, মর্গের মধ্যেই এক মৃতদেহকে ধর্ষণ করা হয়েছে। সেই নিয়ে শুরু হয় হইচই। কোন দিকে মোড় নেবে গল্প, উত্তর লুকিয়ে রয়েছে ‘দানব’ ছবিতে। আতিউল ইসলাম পরিচালিত এই ছবিতে মুখ্য দুই চরিত্রে, অর্থাৎ উমা এবং শিবার চরিত্রে অভিনয় করছেন যথাক্রমে অভিনেত্রী রূপসা মুখোপাধ্যায় এবং নবাগত অভিনেতা পিয়ার খান। এই ছবিতে জুটি বেঁধেছেন তাঁরা। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন খরাজ মুখোপাধ্যায়, কৌশিক বন্দ্যোপাধ্যায়, হিয়া রায়, অনিন্দিতা সোম প্রমুখ।
ইতিমধ্যেই ছবির শ্যুটিং শেষ হয়ে গিয়েছে। পরিচালক আতিউল ইসলাম জানান, ‘এই ছবিতে কঠিন বাস্তবকে দেখানো হবে। বর্তমান পরিস্থিতিতে মানুষ কতটা নৃশংস, সেটা উঠে আসবে এই ছবিতে। একজন মানুষ তার ভালোবাসার মানুষের জন্য কতটা বলিদান দিতে পারে সেই ছবি উঠে আসবে এই ছবিতে।’ ছবিতে রয়েছে একাধিক গানও। এই ছবির হাত ধরেই প্রথমবার একসঙ্গে কাজ করার সুযোগ পেয়েছেন সঙ্গীতজগতের দুই মহীরুহ। সমিধ মুখোপাধ্যায়ের সুরে এই ছবিতে গান গাইবেন রূপম ইসলাম। কলকাতার এক স্টুডিওতে গানটির রেকর্ডিং-ও হয়ে গিয়েছে ইতিমধ্যেই।
রেকর্ডিংয়ের পর শিল্পী রূপম ইসলাম জানিয়েছিলেন, ‘আমাদের বহু বছরের বন্ধুত্ব। কিন্তু সিনেমার জন্য দুজনের কোনোদিন কাজ হয়ে ওঠেনি একে অপরের সঙ্গে। এই প্রথম আমি সমিধের সুরে সিনেমার জন্য গান গাইছি।’ অন্যদিকে, সমিধও বেশ খুশি নিজের পুরনো বন্ধুর সঙ্গে কাজ করে। তিনি জানান, ‘বন্ধুত্বের আজ খুব খুশির খবর। দারুণ লাগছে এই কাজটা করে৷ রূপম ইসলামের মতো শিল্পী খুব কম আছে। আমার সুরে এই গান দানব ছবির একটা বড়ো অংশ হয়ে থাকবে আশা করছি।’
‘মোহনা ফিল্মস’ প্রযোজিত এই ছবি মুক্তি পেতে চলেছে চলতি বছর ঈদে।