Live Entertainment & Love Lifestyle

Sunday, April 13, 2025
Uncategorized

অফিস থেকে পার্টি, মেয়েদের ফ্যাশনে নতুন সম্ভার স্রোতস্বিনীর ‘সিক্সচিক’

প্রতিদিন অফিস যাওয়া, অফিসের পর বন্ধুদের সঙ্গে কোনও গেট টুগেদার, সপ্তাহান্তে পাবে পার্টি-সার্টি, উইকএন্ডে টুক করে একটা লং ড্রাইভ, এছাড়া আত্মীয়স্বজন,বন্ধুবান্ধদের বাড়িতে হোমপার্টি, অনুষ্ঠান তো লেগেই থাকে– এসব জায়গায় একটা কিছু গলিয়ে নিলেও হয় না আবার খুব সাজলেও চলে না! একটা মাঝামাঝি ফ্যাশন-স্টেটমেন্ট বজায় রাখতে হিমশিম খায় প্রায় সব মেয়ে। কী পরা উচিৎ, আলমারির সামনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে অনেক মেয়েই! দিশা খুঁজে পায় না। এবার তাদের দিশা দেখাতে ফ্যাশন ডিজাইনার স্রোতস্বিনী মজুমদার নিয়ে এলেন নতুন সম্ভার “সিক্সচিক”। এই ‘সিক্সচিক’ স্রোতস্বিনীর ‘স্টোর নম্বর 6’-এরই অন্তর্গত।

‘সিক্সচিক’ সম্ভারে থাকছে ভ্যারাইটি রেঞ্জ। অফিস থেকে পার্টি, ফ্যাশনে আপনি নজরে পড়বেন। ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার যুগলবন্দি হল এই ‘সিক্সচিক’। এখানে জাম্পস্যুট থেকে শুরু করে শর্ট ড্রেস সব কিছুই পাবেন।

রঙে, বিন্যাসে, ডিজাইনে ফ্যাশন দুনিয়ায় এক নব সংযোজন এই ‘সিক্সচিক’। স্রোতস্বিনীর কথায়, “নানা রকম অকেশন আমাদের লেগেই থাকে, কিন্তু কী পরব বুঝে উঠতে পারি না, এই ক্যাজুয়াল মিটিং গুলোকে ফ্যাশনবেল করতেই আমার এই নতুন কালেকশন।”


‘সিক্সচিক’এর পোশাক সম্ভার মেয়েদের যেমন আরাম দেয়, তেমনি এনে দেয় আত্মবিশ্বাস। অনেক সময় নানা রকম ফ্যাশন ম্যাগাজিনে মডেলদের বা সেলিব্রেটিদের ফ্যাশন দেখে নিজেদের ওই রকম ভাবে সাজাতে ইচ্ছে করে। কিন্তু দামের জন্য ইচ্ছেতে লাগাম পড়াতে হয়। ‘সিক্সচিক’ এবার সেই ইচ্ছেপূরনের ডাক দিয়েছে। কম খরচে আপনিও হয়ে উঠুন ফ্যাশন-ডিভা!

Author