Klikk: হাতে চিরপরিচিত বাইনোকুলার, ‘চারুলতা’ এবার রহস্যভেদী!
নতুন অবতারে ধরা দিচ্ছেন অভিনেত্রী সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়। ক্লিক (Klikk) ওটিটি প্ল্যাটফর্মের নতুন ওয়েবসিরিজে এক গোয়েন্দা চরিত্রে দেখা যাবে তাঁকে। সেই ওয়েবসিরিজেরই প্রথম ঝলক মুক্তি পেল গতকাল, ১১ই মার্চ।
বাঙালির হার্টথ্রব ফেলু মিত্তির বা শার্লক হোমসের মতোই একজন প্রাইভেট ডিটেকটিভ চারুলতা মিত্র। সিধুজ্যাঠা কি মাইক্রফট হোমসের মতো এক পরামর্শদাতাও আছেন তার। খুড়তুতো ভাই তপু আর নতুন অ্যাসিস্টেন্ট ম্যাডির সঙ্গে এক নতুন কেস হাতে নেয় সে। বিখ্যাত তান্ত্রিক শ্রীমতী পরমা সেন একদিন ভবিষ্যদ্বাণী করেন নিজের মৃত্যুর। আর অদ্ভুতভাবে তা মিলেও যায়। রহস্যের জালের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে অন্ধবিশ্বাস।
তদন্তে নেমে চারুলতা হদিশ পায় একাধিক রহস্যমৃত্যুর। হদিশ পায়, শহর কলকাতার বুকে সবার চোখের আড়ালে ঘটে যাওয়া এক সিরিয়াল কিলিংয়ের। যার উৎস লুকিয়ে রয়েছে অতীতে। আদৌ কি এই খুনিকে ধরতে পারবে চারুলতা? নাকি হাত মানবে এই হিংস্র, তীক্ষ্ণধী খুনির কাছে! সে-গল্প বলবে ‘ডিটেকটিভ চারুলতা’।
ইস্ট ইন্ডিয়া টকীজ ও হোয়াইট আউল এন্টারটেনমেন্ট প্রযোজিত এই সিরিজে, তিন মুখ্য চরিত্রে অভিনয় করবেন সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় (চারুলতা), দেবমাল্য গুপ্তা (তপু) ও পামেলা কাঞ্জিলাল (ম্যাডি)। এছাড়াও, অনুজয় চট্টোপাধ্যায়, মল্লিকা মজুমদার, চৈতি ঘোষাল, মানস মুখোপাধ্যায়, সন্মিত্র ভৌমিক, পূজা সরকার, সবুজ বর্ধন রয়েছেন বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে। ওয়েবসিরিজটি পরিচালনার পাশাপাশি, চিত্রনাট্য লেখার কাজও করেছেন জয়দীপ বন্দ্যোপাধ্যায়। কাহিনি এবং সংলাপ লিখেছেন সৌমিত দেব।
ক্লিক-এর সঙ্গে এটিই প্রথম কাজ অভিনেত্রী সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়ের। তিনি জানান, ‘এটা এক দুর্দান্ত অভিজ্ঞতা। প্রধানত, অসাধারণ কলাকুশলী ও আমার সহকর্মীদের জন্য। সেটে সবার মধ্যে যে আন্তরিকতা ছিল, তাতে আমাদের কাজের পরিবেশ আরো সহজ হয়েছে। ধীরে ধীরে আমরা চরিত্রটিকে কোথায় নিয়ে যাওয়া যেতে পারে তা বুঝেছি। জয়দীপদা সবরকমভাবে সাহায্য করেছেন, আমার প্রতিটি প্রশ্নের উত্তর দিয়েছেন, চরিত্রটির একাধিক স্তর অনুভব করতে সাহায্য করেছেন। সবচেয়ে ভালো দিক হল, উনি আমাদের প্রচুর স্বাধীনতা দিয়েছেন।’
এর আগে কখনো অ্যাকশন সিকোয়েন্সে কাজ না করলেও, এই সিরিজে তা করেছেন সুরঙ্গনা। অ্যাকশন টিম এবং প্রাজ্ঞ দত্তের প্রতি কৃতজ্ঞতাও জানান তিনি। যোগ করেন, ‘যখন আমরা ‘গোয়েন্দা’ শব্দটি ভাবি, তখন আমাদের মনে একটি নির্দিষ্ট ধরণের ছবি ভেসে ওঠে। একজন মধ্যবয়স্ক বুদ্ধিমান পুরুষ, যিনি সমস্ত রহস্য সমাধান করতে প্রস্তুত। সেই ধারণা থেকে বেরিয়ে এসে একজন তরুণী একই কাজ করছে – এই ভাবনাটাই আমার খুব আকর্ষণীয় লেগেছিল।’
পরিচালক জয়দীপ বন্দ্যোপাধ্যায় জানান, ‘ক্লিক-এর সাথে গত পাঁচ বছরে এটি আমার পঞ্চম কাজ। এই প্ল্যাটফর্ম এবং দর্শকদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা, তাদের আস্থা এবং ভালোবাসার জন্য। বলাই বাহুল্য, শুটিংয়ের সময়সূচী ছিল অত্যন্ত কঠিন। কিন্তু সমস্ত কলাকুশলীরা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত ছিলেন এবং অভিনেতারাও ছিলেন চরম পেশাদার।’
প্রত্যেক অভিনেতা-অভিনেত্রীর প্রশংসা করার পাশাপাশি সিরিজটির সম্পর্কে তিনি বলেন, ‘‘ডিটেকটিভ চারুলতা’ আমাদের বেড়ে ওঠার সময় আমরা যে সমস্ত ‘বাংলা গোয়েন্দা সাহিত্য’ পড়েছি, তার প্রতি একটা হোমাজ বলা চলে। তরুণ গোয়েন্দা এবং কিশোর সহকারীকে নিয়ে রহস্য গল্প, যা আমরা গরমের ছুটি বা পূজাবার্ষিকীতে গোগ্রাসে পড়তাম, এখানে সেই চিরাচরিত গোয়েন্দাকাহিনীর সাথে মিশে গেছে আধুনিক সিনেমা সিরিজের নির্মাণশৈলী। এককথায়, ডিটেকটিভ চারুলতা হলো বাংলা পর্দায় প্রথমবারের জন্য ফ্যান ফিকশন ওয়েব সিরিজ।’
অভিনেতা অনুজয় চট্টোপাধ্যায় এর আগেও দু’বার কাজ করেছেন পরিচালক জয়দীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তিনি বলেন, ‘এমন চরিত্র আগে করিনি আগে। আমি প্রস্তুতির সময় সচেতন ছিলাম যাতে চরিত্রটি কেবল কমিক রিলিফ হয়ে না থাকে। কেবল ভাঁড় নয়, রক্তমাংসের মানুষ যেন হয়।… খুবই ভালোবেসে বানানো আমাদের এই কাজ। এটা কেবল থ্রিলার হয়ে থাকেনি। বহু চরিত্রের আনাগোনা এই গল্পে। আমাদের আশেপাশের সাধারণ চরিত্র বিশেষ হয়ে উঠেছে এই সিরিজে। আপনারা দেখুন। আমার বিশ্বাস হতাশ হবেন না।’
এই সিরিজে অভিনেত্রী মল্লিকা মজুমদার অভিনয় করছেন একজন পুলিশ অফিসারের ভূমিকায়। তিনি জানান, ‘এই প্রথম আমি একজন পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছি, তাই হ্যাঁ, এটি আমার জন্য খুব চ্যালেঞ্জিং ছিল, টেলিভিশনে আমি যে ভূমিকাগুলি করি তার থেকে সম্পূর্ণ ভিন্ন। আমার চেহারা, হাঁটাচলা, কথা বলার ধরন সবটাই নতুন ধাঁচে তৈরী করতে পেরে আমার খুব ভালো লেগেছে! সংলাপগুলি আমায় সেই কাজে আরো সাহায্য করেছে। আমি পুরোটা জুড়ে অভিনয়ের সুরটা অনুচ্চকিত রাখার চেষ্টা করেছি। আশা করি মানুষের ভালো লাগবে!’ পরিচালক এবং সহকর্মীদের প্রশংসার সুর শোনা গেল তাঁর গলাতেও। শোনা গেল এই সিরিজের কথাও। তাঁর মতে, ‘আমি নিজে ওটিটি প্ল্যাটফর্মে অনেক থ্রিলার দেখি। এটি সেগুলোর মতোই ভালো।’ তিনি জানান, প্রতি পর্বেই পাওয়া যাবে রহস্যের স্বাদ।
একের পর এক দুর্দান্ত ওয়েবসিরিজ বানিয়ে চলেছে ক্লিক ওটিটি প্ল্যাটফর্ম। ডিরেক্টর নীরজ তাঁতিয়া বলেন, ‘আমরা বছরটি শুরু করেছিলাম একটি সামাজিকভাবে গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক বিষয়ের সিরিজের মাধ্যমে। আমরা সেই ধারাই বজায় রাখছি, আমাদের প্রোগ্রামিং ফরম্যাটের মাধ্যমে। প্রচলিত ধ্যান-ধারণাকে ভেঙে। সমগ্র বিশ্বে যখন নারী দিবস সবে উদযাপন হয়েছে, আমরা উপস্থাপন করছি এক ক্ষমতাবান মহিলা গোয়েন্দাকে। মধ্যবয়সী পুরুষদের আধিপত্যপূর্ণ গোয়েন্দা জগতে, “ডিটেকটিভ চারুলতা” এক নতুন দিশা দেখাবে।’
একইসঙ্গে কলাকুশলী ও পরিচালকের সমূহ প্রশংসা করেন তিনি। নির্মাতাদের আত্মবিশ্বাস থেকে বোঝাই যাচ্ছে, কেবল প্রথম ফ্যান ফিকশন ওয়েবসিরিজ হিসেবে নয়, জমজমাট থ্রিলার হিসেবেও নজর কাড়তে চলেছে ‘ডিটেকটিভ চারুলতা’।