ফের নক্ষত্রপতন, ৯০ বছর বয়সে প্রয়াত শ্যাম বেনেগাল
কয়েকদিন আগে, চলতিমাসের ১৪ তারিখেই ছিল তাঁর জন্মদিন। হয়েছিল উদযাপনও। অথচ তার ক’দিনের মধ্যেই দুঃসংবাদ। আজ, ২৩শে ডিসেম্বর, সন্ধ্যে সাড়ে ছ’টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ভারতের সমান্তরাল ছবির ‘স্তম্ভ’ শ্যাম বেনেগাল।
একের পর এক দুর্দান্ত ছবি পরিচালনা করে দর্শকদের মন জিতে নিয়েছিলেন শ্যাম বেনেগাল। ভারতবর্ষের অন্যতম দক্ষ পরিচালক ছিলেন তিনি। ১৯৩৪ সালের ১৪ই ডিসেম্বর তাঁর জন্ম। মাত্র ১২বছর বয়সে প্রথম ছবি তৈরী করেছিলেন তিনি। দীর্ঘ কর্মজীবনে, ভারতীয় চলচ্চিত্র জগৎকে অন্য স্তরে নিয়ে গিয়েছিলেন তিনি। ‘জুনুন’, ‘অঙ্কুর’, ‘মন্থন’, ‘মান্ডি’ প্রভৃতি ছবি দর্শকদের মনে স্থায়ী করেছিল তাঁর জায়গা। পদ্মশ্রী (১৯৭৬) এবং পদ্মভূষণ (১৯৯১), দুটি বড় পুরস্কারই রয়েছে তাঁর ঝুলিতে।
চলচ্চিত্রকার শ্যাম বেনেগালের প্রয়াণে দুঃখপ্রকাশ করেছেন একাধিক উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শশী থারুর, অক্ষয় কুমার, শেখর কাপুর-সহ বহু তারকা শোকপ্রকাশ করেছেন ইতিমধ্যেই।
বছরের শেষ মাসে আসছে একের পর এক দুঃসংবাদ। কিছুদিন আগেই প্রয়াত হয়েছেন সঙ্গীতজগতের কিংবদন্তি শিল্পী, তবলাবাদক উস্তাদ জাকির হুসেন। বড়দিনের আগেই, আরো এক মৃত্যুসংবাদ নাড়া দিয়ে গেল বিনোদনজগতকে।