নতুন অবতারে ইমরান, চলতি মাসেই আসছে ‘গ্রাউন্ড জিরো’
ভারতীয় সেনাদের নিয়ে চলচ্চিত্রজগতে কাজ হয় মাঝেমধ্যেই। মানুষের হৃদয়ে যথেষ্ট জায়গাও তারা করে নেয় প্রতিবার। এবার ভারতের সীমান্তরক্ষা বাহিনীকে কেন্দ্র করে এক নতুন ছবি আনতে চলেছে ‘এক্সেল এন্টারটেইনমেন্ট’। আর সেই ছবিতেই মুখ্য চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় বলি অভিনেতা ইমরান হাশমি।
প্রত্যেক যুদ্ধের সঙ্গেই জড়িয়ে থাকে কিছু মানুষের স্বার্থ; কিছু নিঃস্বার্থ, অসীম সাহসী মানুষের আত্মবলিদান; আর তাদের প্রিয়জনদের বুকফাটা কান্নার শব্দ। তেমনই এক যুদ্ধের গল্প আসতে চলেছে বড়পর্দায়। অবশ্য এ কাহিনিকে শুধু গল্প বললে হয়ত ভুল হবে। এই কাহিনি আসলে সত্য ঘটনা অবলম্বনেই তৈরি।
উত্তর ভারতের একটা বড় অংশ জুড়ে রয়েছে কাশ্মীর। নৈসর্গিক সৌন্দর্য্যের জন্য ভূস্বর্গের আখ্যাও পেয়েছে সে রাজ্য। কিন্তু আদৌ কি সেখানকার পরিবেশে রয়েছে স্বর্গীয় ভাব? রাজনীতি আর কূটনীতি চাপে জর্জরিত কাশ্মীরের বাতাসে একসময় ভাসত শুধু বারুদ আর পোড়া মাংসের গন্ধ। সেনাবাহিনী থেকে সাধারণ মানুষ, কেউই দু’চোখের পাতা এক করতে পারত না।
কাশ্মীর নিয়ে প্রকাশ্যেও টানাহ্যাঁচড়া হয়েছে বহুবার। অসহিষ্ণুতাও রয়েছে বরাবরই। আর সেই কাশ্মীরের বুকেই, ২০১৫ সালে ভারতের সীমান্তরক্ষা বাহিনী চালিয়েছিল একটি অপারেশন। শেষ পঞ্চাশ বছরে এরকম সাহসী, দুর্দমনীয় অপারেশন আর একটিও করেনি তারা। বছরদশেক আগের সেই সৈন্যদের সাহস আর আত্মত্যাগের কথাই বলবে ‘গ্রাউন্ড জিরো’।
গত কয়েকদিন আগেই মুক্তি পেয়েছিল ছবির পোস্টার। মুক্তি পেয়েছিল ছবির টিজারও। আজ, মুক্তি পেল ‘গ্রাউন্ড জিরো’র ট্রেলার। দু’মিনিট বিয়াল্লিশ সেকেন্ডের সেই ট্রেলারে রয়েছে একের পর এক গায়ে কাঁটা দেওয়া দৃশ্য। অ্যাকশন আর ইমোশনের ‘পারফেক্ট ব্লেন্ড’ বলতে হয়ত একেই বোঝায়।
ট্রেলারেই সকলের নজর কেড়েছেন ইমরান হাশমি। এ ছবিতে বাস্তবজীবনের বিএসএফ কম্যান্ড্যান্ট নরেন্দ্রনাথ ধর দুবের চরিত্রে অভিনয় করছেন ইমরান। পাওয়ার-প্যাকড এই ট্রেলারে প্রত্যেক চরিত্রের প্রত্যেকটি সংলাপ, প্রত্যেকটি অভিব্যক্তি আঁচড় কেটেছে মানুষের মনে। ইতিমধ্যেই কমেন্ট সেকশন ভরে গিয়েছে দর্শকদের প্রশংসাবাক্যে।
এইধরনের চরিত্রে আগে কখনো অভিনয় করেননি ইমরান। স্বাভাবিকভাবেই অত্যন্ত খুশি তাঁর ভক্তেরা। ‘এক্সেল এন্টারটেইনমেন্ট’-এর ব্যানারে, তেজস দেওস্করের পরিচালিত এই ছবি প্রযোজনা করছেন ঋতেশ সিধওয়ানি এবং ফারহান আখতার। ছবিটি সহপ্রযোজনার দায়িত্বে রয়েছেন কাশিম জগমগিয়া, বিশাল রামচন্দানি, সন্দীপ সিধওয়ানি, আর্হান বাগাতি, ট্যালিস্মান ফিল্মস, অভিষেক কুমার এবং নিশিকান্ত রায়।
বরাবরই দুর্দান্ত সব ছবি নিয়ে দর্শকের দরবারে হাজির হয় ‘এক্সেল এন্টারটেইনমেন্ট’। ট্রেলারেই স্পষ্ট, ভক্তদের এবারেও হতাশ করবে না তারা। আগামী ২৫শে এপ্রিল বড়পর্দায় মুক্তি পেতে চলেছে ইমরান হাশমি অভিনীত ‘গ্রাউন্ড জিরো’।