স্মৃতির সাগরে একটি রাত, ট্রেলারেই মাত অপর্ণা সেন-অঞ্জন দত্ত জুটির!
আসছে হইচই স্টুডিয়োজ-এর (Hoichoi Studios) দ্বিতীয় ছবি ‘এই রাত তোমার আমার’। পরিচালনার দায়িত্বে অভিনেতা-পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। তাঁর হাত ধরেই সুদীর্ঘ কেরিয়ারজীবনে প্রথমবার জুটি বাঁধলেন অপর্ণা সেন এবং অঞ্জন দত্ত। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির ট্রেলার।
পঞ্চাশবছরের দাম্পত্য জীবন অমর (অঞ্জন দত্ত) আর জয়িতার (অপর্ণা সেন)। রয়েছে বহু ওঠা-নামা, ভাঙা-গড়া, মনখারাপ, অনুতাপ। তবুও, রোজ সকাল হয় পরস্পরের মুখ দেখে। তিরিশবছর পর এক রাতে সেই সব স্মৃতি রোমন্থন করেন দুই প্রৌঢ়-প্রৌঢ়া। বোঝেন, জীবনের এতটা বন্ধুর পথ পেরনোর পরেও, পরস্পরের জন্য তাঁদের মনে ভালবাসার গভীরতা বিন্দুমাত্র কমেনি। পুরনো ভালোবাসাকে আঁকড়ে আবারও কি নতুনভাবে বাঁচবেন তাঁরা? সে-গল্প বলবে ‘এই রাত তোমার আমার’।
এই ছবির মুখ্য আকর্ষণ সম্ভবত এই ছবির মূল ত্রয়ীর আশ্চর্য্য সম্পর্ক। অভিনয়ের পাশাপাশি পরিচালনাতেও সমান স্বচ্ছন্দ অঞ্জন-অপর্ণা-পরমব্রত। ১৯৬১ সালে সত্যজিৎ রায়ের ‘সমাপ্তি’ ছবির হাত ধরে অভিনয় জগতে পা রাখেন অপর্ণা সেন। আর অঞ্জন দত্ত অভিনয় শুরু করেন মৃণাল সেনের ‘চালচিত্র’ ছবির মাধ্যমে, ১৯৮১ সালে। আবার ১৯৮১ সালেই পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন অপর্ণা সেন। একাধিকবার একই ছবিতে অভিনয় করেছেন তাঁরা। মৃণাল সেনের ‘এক দিন আচানক’ বা ‘মহাপৃথিবী’তে দু’জনেই অভিনয় করলেও, একটি দৃশ্যেও একসঙ্গে দেখা যায়নি তাঁদের।
মাঝে কেটে গিয়েছে অনেকটা সময়। সাতাশবছর পরে সৃজিত মুখার্জীর পরিচালনায় ‘এক যে ছিল রাজা’তে অভিনয় করেছেন দু’জনে। কিন্তু বিপক্ষদলের আইনজীবী হিসেবে। দুটি ছবিতে অপর্ণা সেন পরিচালনাও করেছেন অঞ্জন দত্তকে। দীর্ঘ সফল কেরিয়ারজীবনে, এর কোনো ছবিতেই জুটি বাঁধেননি তাঁরা। এই প্রথমবার বড়পর্দায় তাঁদের মধ্যে অন্যরকম, নতুনধরনের রসায়ন দেখতে পাবে দর্শক।
ইতিমধ্যেই ‘হাওয়া বদল’, ‘অভিযান’, ‘বৌদি ক্যান্টিন’-এর মত মনে দাগ রেখে যাওয়া অনেকগুলি ছবি বানিয়েছেন পরমব্রত। তৈরি করেছেন একাধিক ওয়েবসিরিজও। ১৯৯৯ সালে অঞ্জন দত্ত পরিচালিত ‘হাফ চকোলেট’ নামে একটি টিভি সিরিজে প্রথম অভিনয় করেন তিনি। একটি ব্যান্ডের প্রধান গীতিকার ও গায়কের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল তাঁকে।
পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত ছবি ‘এই রাত তোমার আমার’ মুক্তি পাবে আগামী ৩১শে জানুয়ারি।