Hoichoi: ট্রেলারের আগে এল ‘প্রিভিউ’, একেনবাবু এবার পুরীতে?
বেশ কিছুদিন আগেই, আরো কয়েকটি সিরিজের সঙ্গে, একেনবাবুর নতুন ওয়েবসিরিজের নাম ঘোষণা করেছিল হইচই (Hoichoi) ওটিটি প্ল্যাটফর্ম। এবার এল নতুন চমক। নতুন বছরে অনুষ্ঠিত হল ‘পুরো পুরী একেন’-এর ট্রেলারের প্রিভিউ।
হাসি আর রহস্যের ঠাসবুনোটে তৈরি একেনবাবুর সিরিজ-সিনেমা। তাই তার জনপ্রিয়তাও আকাশছোঁয়া। তবে ট্রেলার প্রিভিউয়ের এই অনুষ্ঠান একেবারেই অভিনব। মুক্তি পাওয়ার আগেই গল্পের একটা ছোট্ট ঝলক যেন মিলল এই অনুষ্ঠানে।
পুরীর এক সাংস্কৃতিক অনুষ্ঠান হঠাৎই পরিণত হয় হত্যালীলার রঙ্গমঞ্চে। হঠাৎই কিছু হুমকি ফোন পান কথাকলি নৃত্যশিল্পী পারমিতা। আর তারপরেই শুরু হয় একের পর এক হত্যাকাণ্ড। সম্পূর্ণ ঘটনা হাতের বাইরে বেরিয়ে যাওয়ার আগেই রহস্যের সমাধান করেন একেনবাবু। কীভাবে, সে উত্তর রয়েছে এই ওয়েবসিরিজে। সুজন দাশগুপ্তর উপন্যাস অবলম্বনে তৈরি এই সিরিজের চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত। গল্পনির্মাণের দায়িত্ব ছিল শ্রীজীবের উপর।
আগের মতোই এই সিরিজেও একেনবাবু, বাপি এবং প্রমথর চরিত্রে দেখা মিলবে অনির্বাণ চক্রবর্তী, সুহোত্র মুখোপাধ্যায় এবং সোমক ঘোষের। এছাড়া, রাজনন্দিনী পালকে দেখা যাবে পারমিতার চরিত্রে এবং রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় থাকছেন অভীকের ভূমিকায়। এই নিয়ে ফ্র্যাঞ্চাইজির চতুর্থ সিজন পরিচালনা করছেন বিখ্যাত পরিচালক জয়দীপ মুখার্জী।
পরিচালক বলেন, ‘পুরো পুরী একেন পরিচালনা করার অভিজ্ঞতা খুবই মজার। আমি নিজে পুরী জায়গাটা ভীষণ ভালোবাসি। একেনবাবুর অ্যাডভেঞ্চারের গল্পে পুরীর সংস্কৃতিকে তুলে ধরতে পারাটাও খুবই আনন্দের।’ তিনি জানান, ‘মজা-রহস্য আর অপ্রত্যাশিত ‘টুইস্ট’-এর জন্যই একেন এত অন্যরকম।’
আগামী ২৩শে জানুয়ারি মুক্তি পেতে চলেছে ‘পুরো পুরী একেন’-এর সবক’টি পর্ব। তবে যে ট্রেলারের প্রিভিউ অনুষ্ঠান হল নতুন বছরে, সেই ট্রেলার কবে দেখতে পাবেন দর্শকেরা? জানা যাচ্ছে, আগামী ১৫ই জানুয়ারি মুক্তি পাবে ‘পুরো পুরী একেন’-এর ট্রেলার। নামঘোষণার পর থেকেই ওয়েবসিরিজ নিয়ে উত্তেজনা ছড়িয়েছিল দর্শকমহলে। তবে এখন ট্রেলারের অপেক্ষায় রয়েছেন একেন-অনুরাগীরা।